কোণঠাসা হচ্ছেন ফিরহাদ? পার্কিং ফি বিতর্কের পরেই বাতিল পূর্বঘোষিত কর্মসূচি, বন্ধ মুখও

বাংলাহান্ট ডেস্ক : পার্কিং ফি (Parking Fee) নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। কুণাল ঘোষের মন্তব্যের পর মুখে কুলুপ এঁটেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুধু তাই নয়, শনিবার পুরসভাতেও যাননি বরং জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে শাসক দলের প্রতিনিধি হয়ে হাজির হয়েছিলেন নিজের ৮২ নম্বর ওয়ার্ডের ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) শিবিরে।

সেই কর্মসূচিতেই এরপর সাংবাদিকদের তরফে পার্কিং ফি প্রত্যাহার প্রসঙ্গ উত্থাপন করা হলে অনুষ্ঠানস্থল থেকেই বেরিয়ে যাওয়ার উদ্যোগ নেন।
শেষমেশ, পার্কিং ফি প্রত্যাহার সম্পর্কিত কোন প্রশ্ন মেয়রের সামনে রাখা যাবে না এই মর্মেই সংবাদমাধ্যমের সামনে কথা বলেন ফিরহাদ হাকিম। ফলে, শনিবার খুব সচেতনভাবেই ববি হাকিম যে চর্চিত বিষয়টি নিয়ে যাবতীয় বিতর্ক এড়িয়ে যেতে চেয়েছেন তা একপ্রকার স্পষ্ট হয়ে যায়।

এদিকে, শনিবারের ‘টক টু মেয়রে’র কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখেন মেয়র। প্রসঙ্গত উল্লেখ্য, আগে শুক্রবার দিন ‘টক টু মেয়র’ কর্মসূচি হত। পরবর্তীতে শুক্রবার কোনও কারণে ব্যস্ত থাকলে শনিবারও এই কর্মসূচি করার নজির রয়েছে। কিন্তু, শুক্রবার যখন গুড ফ্রাইডে ছুটি ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে শনিবার দিন সরাসরি মেয়রের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যাবে। কিন্তু, পার্কিং ফি নিয়ে বিতর্ক যেন মেয়রের রোজকার কর্মকাণ্ডেও প্রভাব ফেলেছে।

firhad hakim

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পার্কিং ফি সংক্রান্ত প্রশ্ন ‘টক টু মেয়রে’ উঠে আসতে পারে বলেই কী ফিরহাদ এড়িয়ে গেলেন এই কর্মসূচি ? তবে কী অস্বস্তি এড়াতেই তিনি এই পথ নিলেন? তবে কি গোটা ঘটনায় অভিমান হয়েছে ফিরহাদ হাকিমের? নাকি নতুন করে বিতর্ক না বাড়িয়ে তিনি পরিস্থিতির উপর নজর রাখার চেষ্টা করছেন? উঠছে একাধিক প্রশ্ন আর সেই সঙ্গেই শুরু হয়েছে শাসক দলের অন্দরে তীব্র চাপানউতোর।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর