বিশ্বে ক্রমশ দাপট দেখাচ্ছে ভারতীয় হাতিয়ার! ফিলিপিন্সের পর এবার এই দেশ কিনবে BrahMos

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি (Act East Policy) আরেকটি বড় জয় পেতে চলেছে। সম্প্রতি জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার কাছে ব্রহ্মোস (Brahmos) অ্যান্টি শিপ ওয়ারিয়র মিসাইল বিক্রি করতে চলেছে ভারত। পাশাপাশি, চলতি বছরের শেষ নাগাদ এই দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হতে পারে। এছাড়াও, ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল আমদানির জন্য ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ্য যে, ভারত ও রাশিয়া যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

যদিও, এই চুক্তিটি বহু আগেই সম্পন্ন করা যেত। তবে, ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বিষয়ের কারণে সেটি এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে স্বাক্ষরিত করা হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, ভারত থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আমদানি করার ক্ষেত্রে ইন্দোনেশিয়া দ্বিতীয় দেশ হিসেবে বিবেচিত হবে। কারণ, এর আগে ভারত ফিলিপিন্সের কাছে এই ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে।

২০১৮ সাল থেকেই ইচ্ছুক ইন্দোনেশিয়া: ২০১৮ সালেই জানা গিয়েছিল যে, এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য আগ্রহী রয়েছে ইন্দোনেশিয়া। পাশাপাশি, ওই বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ASEAN-India Commemorative Summit-এ ASEAN অন্তর্ভুক্ত দেশগুলি ভারতের কাছ থেকে ব্রহ্মোস ও আকাশ মিসাইল কেনার ইচ্ছা প্রকাশ করেছিল।

এমতাবস্থায়, এই বছরের শুরুতে ভারত এবং ফিলিপিন্সের মধ্যে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য ৩৭৪.৯৬ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ, ফিলিপিন্স প্রথম ASEAN দেশ যারা ভারতের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনেছে। উল্লেখ্য যে, ইন্দোনেশিয়া ভারত থেকে যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আমদানি করতে চলেছে তা যুদ্ধজাহাজেও ব্যবহার করা যাবে। এদিকে, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে ভারত ও রাশিয়ার ব্রহ্মোস অ্যারোস্পেসের যৌথ উদ্যোগের একটি দল ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার শিপইয়ার্ড পরিদর্শন করেছে।

একাধিক দেশ ব্রহ্মোস কিনতে চায়: ব্রহ্মোস একটি স্বল্প-পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি বিমান, জাহাজ, স্থলভাগ এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্রটি ২.৮ ম্যাক গতিতে আঘাত হানতে পারে, যা শব্দের গতির প্রায় তিনগুণ। এছাড়াও, ৩০ কোটি ডলারের বাজেটে এই ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে। এমতাবস্থায়, ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামও এটি কেনার আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, এর আগে জানা গিয়েছিল যে, ভিয়েতনাম ব্রহ্মোস ও আকাশ ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সঙ্গে আলোচনা করছে। এছাড়া মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা চলছিল। তবে সেগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই আবহে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের চুক্তি এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হতে পারে।

BrahMos missile

ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা: গত কয়েক বছরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিতে ইন্দোনেশিয়াকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের পর দুই দেশের মধ্যে এই বোঝাপড়া আরও বৃদ্ধি পায়। এদিকে, এই দুই দেশের মধ্যে এই বোঝাপড়ার মূল স্তম্ভ হল সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষামূলক সহযোগিতা। সর্বোপরি, ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং নতুনা দ্বীপের কাছে চিনা কার্যকলাপ বৃদ্ধির কারণে ভারত ও ইন্দোনেশিয়া যুগ্মভাবে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে কাজ করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর