পুলওয়ামা হামলার পর ব্যবসা প্রভাবিত হওয়ায় ভারতের দিকেই আঙুল তুলল পাকিস্তান! জানাল….

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে তীব্র সঙ্কটের মধ্যে রয়েছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। শুধু তাই নয়, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও ঋণের ভারে জর্জরিত পাকিস্তান এখন তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায়। আর সেই কারণেই এখন প্রায়শই পাকিস্তানের পার্লামেন্টে ভারতের (India) সঙ্গে সম্পর্ক ফের শুরু করা নিয়ে আলোচনা হচ্ছে।

এদিকে, গত শনিবার এমনই এক প্রশ্নের উত্তর দিয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার (Ishaq Dar)। “ডন” পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টির সাংসদ শর্মিলা ফারুকি তাঁকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নে তিনি প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়ে বাণিজ্যিক চ্যালেঞ্জের তথ্য চেয়েছিলেন।

   
After the Pulwama attack, Pakistan pointed the finger at India as business relations were affected.
পাক বিদেশমন্ত্রী ইশাক দার

পুলওয়ামা ঘটনার পর ভারত ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল: ওই প্রশ্নের উত্তরে দার জানান যে, পুলওয়ামা হামলার পরে ভারতের পাকিস্তান থেকে আমদানির ক্ষেত্রে “ভারী শুল্ক” আরোপের কারণে ২০১৯ সাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রয়েছে। পাক বিদেশমন্ত্রী বলেন, “পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তান থেকে আমদানির ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল এবং কাশ্মীরে বাস পরিষেবা এবং আন্তঃসীমান্ত বাণিজ্য স্থগিত করেছিল।”

আরও পড়ুন: মিস হল সুযোগ! লিগ টপার হয়েও বিরাট সম্মান হাতছাড়া KKR-এর, হতাশ শ্রেয়সরা

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইশাক দার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীও। গত মার্চ মাসে লন্ডনে একটি সাংবাদিক সম্মেলনের সময়, দার ভারতের সাথে বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু করার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা তুলে ধরেছিলেন। যদিও, তাঁর কার্যালয় পরে স্পষ্ট করে যে ভারতের সাথে বানিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করার কোনো পরিকল্পনা পাকিস্তানের নেই।

আরও পড়ুন: শেষ ম্যাচে সল্ট ছাড়াই মাঠে নামবে KKR! দলে একাধিক পরিবর্তন, রাজস্থানের বিরুদ্ধে প্রথম একাদশে খেলবেন কারা?

৩৭০ ধারা অপসারণের পর পাকিস্তান পিছু হটেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৯ সালের ৫ অগাস্ট ভারতীয় পার্লামেন্ট ৩৭০ ধারা বাতিল করার পর পাকিস্তান ভারতের সাথে তার রাজনৈতিক সম্পর্ক হ্রাস করেছিল। পাকিস্তান এই সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কে ফাটল সৃষ্টি বলে বর্ণনা করে। উল্লেখ্য যে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের ইতিহাস রয়েছে। এর পেছনে মূল ইস্যু ছিল পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর