বাংলাহান্ট ডেস্কঃ স্কুল পড়ুয়াদের ট্যাব দেওয়ার পর এবার ফুটবল (football) দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। করোনা আবহে বহুদিন বন্ধ থাকার পর যখন স্কুল খোলা হবে, তখন ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতেই ভোটের আগে এই নয়া চমক রাজ্য সরকারের।
করোনা আবহে বহুদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিস্থান। সবকিছু স্বাভাবিকের দিকে এগোলেও স্কুল- কলেজ কবে খুলবে সেবিষয়ে এখনও কোন পাত্তা নেই। এই পরিস্থিতিতে যাতে পড়ুয়াদের পড়াশুনায় কোন ব্যাঘাত না ঘটে, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
সেই মত দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌছেও গিয়েছে ট্যাবের ১০ হাজার টাকা। এবার রাজ্য সরকারের পরবর্তী পরিকল্পনা ফুটবল প্রদান। আগামী মাস থেকে যেহেতু স্কুল কলেজ খোলার বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে, সেইকারণে ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি মনোযোগ আকর্ষণ করতে, স্কুলে স্কুলে ফুটবল দেওয়ার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার।
এখন প্রশ্ন উঠছে এত দ্রুত প্রচুর পরিমাণে ফুটবল পাওয়া যাবে কোথা থেকে? বিভিন্ন সময়ই দেখা গেছে জেল বন্দী আসামীরা নানারকম কাজের সঙ্গে যুক্ত থাকেন। কারাগার বন্দীদের নানারকম হাতের কাজ থেকে শুরু করে শিল্প প্রদর্শন- সবকিছুতেই উৎসাহ দেওয়া হয়। সেইমতই কদিন আগেই কারাগারের বন্দীরা প্রায় ১ লক্ষ ফুটবল তৈরি করেছেন।
এই বিষয়ে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেছেন, ‘সংশোধনাগারের সদস্যদের তৈরি করা প্রায় ১ লক্ষ ফুটবলের মধ্যে প্রায় ৫০ হাজার বিভিন্ন ম্যাচে ব্যবহার করা হয়েছে। আর বাকি গুলো পড়ে রয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে এই ফুটবলগুলো বিতরণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়’। এরপর বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীদের ফুটবল দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।