বাংলা জিতেই আই প্যাক কর্মীদের এক মাসের সবেতন ছুটি উপহার দিলেন পিকে

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভায় শক্ত মাটি খোয়ানোর পর বিধানসভা নির্বাচনে দুর্দান্ত কামব্যাক করে ফের একবার বাংলার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই হ্যাটট্রিকের পিছনে সবচেয়ে বড় ভূমিকা যদি কারো থাকে, তবে সেই মানুষটি যে প্রশান্ত কিশোর এবং সংস্থাটির নাম দিয়ে আইপ্যাক এ নিয়ে কোন সন্দেহ নেই। দিদির হৃত গৌরব পুনরুদ্ধারে গত দু’বছর যাবৎ যে অক্লান্ত পরিশ্রম করেছেন আইপ্যাকের কর্মীরা তা সত্যিই অনবদ্য। আর সেই কারণেই এবার কর্মীদের সবেতন এক মাসের ছুটি দিলেন তাদের পিকে স্যার।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি অনেকটাই নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল বিজেপি। দিলীপ ঘোষের হাত ধরে পদ্ম ফুটে ছিল বাংলার ১৮ টি লোকসভা কেন্দ্রে। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই পরপর চলেছে পিকের একের পর এক জাদু। ২৯ জুলাই নজরুল মঞ্চে “দিদিকে বলো” কর্মসূচির উদ্বোধন করে কাজ শুরু করেন পিকে। সেই কর্মসূচীতে একটি হেল্প লাইন নম্বর চালু করে জনসাধারণের সমস্যা সমাধান করার চেষ্টা করেন পিকে ও তার দল। এরপর “দুয়ারে সরকার”, “পাড়ায় পাড়ায় সমাধান” প্রভৃতি একাধিক কর্মসূচির মাধ্যমে দলের হারানো ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা চালান তারা। বিধাননগর ও কলকাতার ক্যামাক স্ট্রিটে দু’টি পৃথক অফিস তৈরি করে আইপ্যাক। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মীদের ছড়িয়ে দিয়ে নিচুতলার মানুষের ক্ষোভ-বিক্ষোভের কথা জানা এবং সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি ঠিক করার কাজ শুরু হয়।

২০২০ সালে শুরু হয় প্রশান্ত কিশোরের বাংলার গর্ব মমতা ক্যাম্পেন। লকডাউন এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বেশ কিছুটা ধাক্কা খেলেও একটুও না দমে গ্রামে গ্রামে কর্মী পাঠিয়ে কাজ চালিয়ে যান তিনি। সর্বশেষে বিধানসভা নির্বাচনের ঠিক আগে শুরু হয় “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগান। আর এই স্ট্র্যাটেজিতেই আসে অভাবনীয় সাফল্য। দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’বছর ধরে চলা আইপ্যাকের বিশাল কর্মকাণ্ডে যুক্ত ছিলেন ৫০০- জনেরও বেশি কর্মী। এবার এই দুর্দান্ত পরিশ্রমের পর কর্মীদের এক মাসের সবেতন ছুটি উপহার দিলেন পিকে। অনেকে অবশ্য বলছেন করোনাভাইরাসের কারনে এখন এমনিতেই বেহালদশা রাজ্যের। আর সেই কারণেই কর্মীদের স্বাস্থ্য নিয়ে কোন ঝুঁকি নিতে চাননি তিনি। আই-প্যাকের এক সদস্য বলেন তাদের শুধু ছুটি দেওয়া হয়েছে কোনো কারণ জানানো হয়নি।

অন্যদিকে ম্যাচ জিতলেও খেলা ছাড়ার কথা ঘোষণা করেছেন পিকে। তিনি জানিয়ে দিয়েছেন ভোট কুশলীর কাজ আর করছেন না তিনি। তবে চলতি বছরেই তাকে নিজের দলের পরামর্শদাতা নিয়োগ করতে চেয়েছেন পাঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিং। এখন শেষ পর্যন্ত পিকের দলের যাত্রা পঞ্চ নদের দেশ কিনা তা এখনও জানা যায়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর