বাংলা হান্ট ডেস্ক: টিভি খুললেই এখন বিনোদনের ছড়াছড়ি। প্রায় প্রতিটি চ্যানেলেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তবে একথা ঠিক, সময়ের সাথে সাথে এখন বদল এসেছে বাংলা মেগা সিরিয়ালগুলির (Bengali Serial) ট্রেন্ডেও। তাই মেগা সিরিয়ালের চিরাচরিত প্রথা ভেঙে এখনকারদিনে খুবই কম সময়ের জন্য সম্প্রচার করা হচ্ছে অধিকাংশ বাংলা সিরিয়ালের (Bengali Serial)।
‘তোমাদের রাণী’র পর শেষ আরও একটি বাংলা সিরিয়াল (Bengali Serial)
তাই এক্ষেত্রে কারও বয়স তিন মাস তো কারো ছ’মাস। কারও ক্ষেত্রে টেনেটুনে বড়জোর এক বছর। এর চেয়ে বেশি আয়ু এখনকার দিনে কোন বাংলা সিরিয়ালের নেই। আসলে এই ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবনে দর্শকদের হাতেও সময় বড়ই কম। তাই মেগা সিরিয়াল গুলিতে দিনের পর দিন একই গল্প দেখানো হলে দর্শকরাও এখন বিরক্ত হয়ে যান। মাসের পর মাস টেনেটুনে বাড়ানো সিরিয়ালের গল্প দেখতে পছন্দ করছেন না কেউই।
তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই বাংলা সিরিয়ালের জগতে এসেছে এই পরিবর্তন। তবে দিন দিন বাংলা সিরিয়াল গুলির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত হয়ে পড়ছে। এত অল্প সময়ের জন্য সময়ের মধ্যে সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়তে হচ্ছে ধারাবাহিকের কলাকুশলীদের। আসলে দিনের শেষে টিআরপি-ই সব। আর এই টিআরপির সামনে ধারাবাহিকের গল্প কিংবা জনপ্রিয়তা টিকতে পারছে না কোনো কিছুই।
আরও পড়ুন: বিশ্বের দরবারে উজ্জ্বল বাংলার মুখ! পপ তারকা টেলর সুইফটকে হারিয়ে প্রথম হলেন অরিজিৎ
এই যেমন কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় বাংলা সিরিয়াল, ‘তোমাদের রাণী’। এরই মধ্যে খবর বন্ধ হতে চলেছে আরও একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল। জানা যাচ্ছে ইতিমধ্যেই শেষ হয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মঙ্গলময়ী মা শীতলা’র শুটিং। টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিকের বয়স মাত্র ৫ মাস। মাত্র দু মাস আগেই মা শীতলার বড় বেলার চরিত্রে এন্ট্রি নিয়েছিলেন ‘খুকুমণি’ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। কিন্তু এরই মাঝে ঘটে গেল অঘটন। মাত্র কয়েক মাস যেতে না যেতেই টিআরপির অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
আর স্বাভাবিকভাবেই এই খবরে বেজায় মন খারাপ এই সিরিয়ালের দর্শকদের। এত কম সময়ে সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন ভালো নেই খোদ অভিনেত্রীর-ও। এপ্রসঙ্গে আজকাল ডট ইন এ দীপান্বিতা জানিয়েছেন, ‘আমি এতদিন যে’কটা ধারাবাহিকে অভিনয় করেছি, তার মধ্যে এই ধারাবাহিকের ক্ষেত্রে আমার জন্য সবচেয়ে কম মেয়াদ ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি সকলের সঙ্গে ভাল বন্ডিং হয়ে যাবে তা আমি ভাবিনি। সব শুরুর একটা শেষ থাকে। কিন্তু এমন একটা টিম আমি খুব মিস করব।’