বাংলা হান্ট ডেস্ক: মহিলা রেঞ্জারের সাথে অভব্য আচরণের, হুমকির ঘটনায় দলের নির্দেশে রীতিমতো মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। মুখ্যসচিবের কাছে ইস্তফাও পাঠিয়ে দিয়েছেন তিনি। এবার প্রশ্ন উঠছে অখিলের ফেলে যাওয়া পদে এবার কে বসবেন? নতুন কারামন্ত্রী (Jail Minister) হবেন কে?
অখিলের পর এবার কে হচ্ছেন কারামন্ত্রী? (Jail Minister)
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে কারামন্ত্রী করতে পারে রাজ্য সরকার। জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পাশাপাশি তিনি বিধায়কও। লোকসভা নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই বিজেপির সৌমেন্দু অধিকারী। সেখানেও নিজের সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়েছেন তিনি।
তবে শোনা যাচ্ছে একই দলের হলেও এই উত্তম বারিক হলেন অখিল গিরির বিরোধী শিবিরের মুখ। দুজনার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ অবস্থায় এমন একজনকে মন্ত্রীত্ব দিলে পরিস্থিতি কী হবে সেই নিয়েও চর্চা চলছে নানা শিবিরের। প্রসঙ্গত, অধিকারীদের শক্ত গড় পূর্ব মেদিনীপুরে বিজেপির বিরুদ্ধে বড় মুখ অখিল গিরি। এবার তার পদত্যাগে সমীকরণ কতটা বদলায় সেটাও দেখার বিষয়।
প্রসঙ্গত, গত শনিবার পূর্ব মেদিনীপুরে তাজপুরে বন দফতরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে বিপাকে পড়েন অখিল। সেখানকার দোকানদারদের দাবি ছিল, বর্ষায় জল বেড়ে যাওয়ায় অসুবিধার কারণে তারা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান দোকানের মালিকেরা।
আরও পড়ুন: রাজ্যকে নোটিস! কেন স্থগিতদেশ নয়? OBC সার্টিফিকেট মামলায় ঠিক কী জানাল সুপ্রিম কোর্ট?
অন্যদিকে বনদফতরের দাবি ছিল, এভাবে দোকান পিছিয়ে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে। এই ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেই ঘটনার সময়ই মহিলা রেঞ্জ অফিসারকে ভুরি ভুরি কুকথা কথা বলে বসেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ঘটনার ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল। পদত্যাগের পাশাপাশি মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে কুকথা বলায় কারামন্ত্রীকে(Jail Minister) ক্ষমা চাওয়ার নির্দেশও দেয় দল।