বাংলাহান্ট ডেস্ক: বছর শেষে দুঃসংবাদের মিছিল বিনোদন জগতে। শনিবার দিনই দু দুটো মৃত্যু সংবাদ (Death News) এসেছে বলিপাড়া থেকে। প্রথমে আত্মহত্যার খবর আসে জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)। আবার এদিনই প্রয়াত হন প্রবীণ অভিনেত্রী রাজিতা কোছার (Rajita Kochar)। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
গত সেপ্টেম্বর মাসে ব্রেন স্ট্রোক হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রীর। এরপর গত ২০ ডিসেম্বর তাঁর শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়। কমতে থাকে হৃৎস্পন্দন। চেম্বুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। রাখা হয়েছিল আইসিইউতে। সুস্থতার লক্ষণও দেখা যাচ্ছিল তাঁর মধ্যে। কিন্তু শেষরক্ষা হল না। জানা যাচ্ছে, গত শুক্রবার সকালে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। কিডনি বিকল হয়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেত্রীর ভাগ্নী নূপুর সংবাদ মাধ্যমকে জানান, রাজিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত ২০ তারিখ হঠাৎ পেটে ব্যথার অভিযোগ করেন তিনি। সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যা। অতি সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়। ভেন্টিলেশনে রাখতে হয় প্রবীণ অভিনেত্রীরকে। শেষমেষ চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজিতা।
উল্লেখ্য, হিন্দি বিনোদন জগতের বহুদিনের সদস্য ছিলেন রাজিতা কোছার। একাধিক সিরিয়াল, সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য তন্ত্র, কবচ কালি শক্তিয়ো সে, হাতিম, কহানি ঘর ঘর কী এর মতো জনপ্রিয় সিরিয়াল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদুনিয়ায়।
অন্যদিকে শনিবারই তরুণী অভিনেত্রী তুনিশা শর্মারও মৃত্যুর খবর পাওয়া যায়। ‘আলিবাবা দাস্তান-এ কবুল’ সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। সেই সিরিয়ালের সেটের মেকআপ রুমেই আত্মহত্যা করেন তুনিশা। সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন শেষ করে দেন তিনি। যদিও বছর ২০-র অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।