দীর্ঘ অপেক্ষার পর রঞ্জি ট্রফির সেমি ফাইনালে বাংলা। প্রত্যাশা অনুযায়ী ওড়িশা কে হারিয়ে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে উঠে গেল বাংলা। সোমবার বাংলা বনাম ওড়িশার কোয়ার্টার ফাইনাল ম্যাচ ড্র হয় কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে এই ম্যাচে জয়ী হয় বাংলা।
পঞ্চম দিনে জয়ের জন্য ওড়িশার সামনে 456 রানের টার্গেট রাখে বাংলা। শুরুটা ভালোই করেছিল ওড়িশা। কিন্তু দশ ওভারে 39 রান তোলার পর খারাপ আলোর কারনে আর খেলা হয় নি। দুই দলের অধিনায়কের পরামর্শে খেলা বন্ধ করে দেয় আম্পায়ার। ফলে জয়ী হয় বাংলা। সেমি ফাইনালে বাংলার মুখোমুখি হবে কর্ণাটক। সেমি ফাইনাল ম্যাচটি হবে কলকাতায়। অপর সেমি ফাইনালে সৌরাষ্ট্রের মুখোমুখি হবে গুজরাট।
বাংলা তাদের দ্বিতীয় ইনিংস শেষ করেন 373 রানে এবং প্রথম ইনিংসে 82 রানে এগিয়ে থাকার কারণে বাংলার লিড দাঁড়ায় 456 রানে। বাংলার 456 রানের জবাবে ব্যাটিং করতে নেমে 39 রান করার পর খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচটি ড্র হয় কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমি ফাইনালে উঠে যায় বাংলা। প্রথম ইনিংসে দুর্দান্ত 157 রানের ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা হন বাংলার ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার।