অপেক্ষার ২ মাস, তুফান গতিতে ছুটবে বন্দে মেট্রো, বাংলার কোন রুটে মিলবে পরিষেবা? এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক : ‘বন্দে ভারত’ (Vande Bharat Express) ট্রেনের পর এবার চলে এল বন্দে মেট্রো (Vande Metro)। আগামী এপ্রিলের মধ্যেই কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়ে যাবে বন্দে মেট্রোর ‘প্রোটোটাইপ’ (Prototype)। এবং পাঞ্জাবের (Punjab) এই রেল কোচ ফ্যাক্টরির প্রয়াস সফল হলে এটিই হবে দেশের প্রথম প্রথম বন্দে মেট্রোর প্রাথমিক মডেল।

ঘটনাপ্রসঙ্গে এইদিন কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এস শ্রীনিবাস জানিয়েছেন, ‘এপ্রিলের মধ্যে আমরা প্রথম প্রোটোটাইপ তৈরি করে ফেলার চেষ্টা করছি আমরা।’ জানা যাচ্ছে এই মেট্রোটি তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের আদলে। যদিও আপাতত খুব বেশি দূরত্ব যাতায়াত করবেনা এই মেট্রো। ২৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত স্টেশন গুলিকেই পরিষেবা দেবে এটি।

এতে থাকবে মোট ১৬টি এসি কোচ। এক একটি কোচে সর্বোচ্চ ২৮০ জন যাত্রী উঠতে পারবেন। যার মধ্যে বসে যাওয়ার সুবিধা পাবেন ১০০ জন যাত্রী। এবং অপর ১৮০ জন যাত্রীকে দাঁড়িয়ে যেতে হবে‌। লোকাল ট্রেনের মতোই সিট ব্যবস্থা থাকবে। এই মেট্রো ট্রেনটির গতিবেগ হবে ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার।

আরও পড়ুন : ‘হর হর শম্ভু’ গেয়ে জিতেছিলেন সবার মন! এখন পেটের দায়ে রাস্তায় কম্বল বিক্রি করছেন ইন্ডিয়ান আইডল স্টার

এছাড়াও আরও একাধিক সুবিধা দেওয়া হবে এই নয়া বন্দে ভারত মেট্রোতে। ঘটনা প্রসঙ্গে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার জানিয়েছেন, যে কোনও জরুরিতে চালকের সাথে যাতে যোগাযোগ করা যায় তার জন্য ব্যবস্থা থাকবে। পাশাপাশি মোট ১৪টি সেন্সর দেওয়া হবে আগুন ও ধোঁয়ার জন্য। আলাদা ব্যবস্থা থাকবে হুইলচেয়ারের জন্য।

আরও পড়ুন : কয়েক বছর ধরেই বন্ধ স্কুলের সরস্বতী পুজো! ফের চালুর দাবিতে প্রধান শিক্ষকের দ্বারস্থ অভিভাবকরা

রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার জানিয়েছেন, এই নয়া মেট্রো তৈরি হয়ে গেছে প্রথমে তার ট্রায়াল হবে। ট্রায়াল সম্পন্ন হলে মেট্রোর উৎপাদন শুরু করা হবে। এবং সবকিছু পরিকল্পনা মাফিক হলে চলতি বছর মোট ১৬টি মেট্রো ট্রেন তৈরির টার্গেট নিয়েছে এই রেল কোচ ফ্যাক্টরি। যদিও ঠিক কবে নাগাদ যাত্রীরা এই মেট্রোর সুবিধা নিতে পারবে তা এখনও পরিষ্কার নয়।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর