৩৭ বছরের অপেক্ষা, অবশেষে সুখবর এল পরিচালক রাম গোপাল ভার্মার জীবনে

বাংলাহান্ট ডেস্ক : বহু জনপ্রিয় পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)। বহুবার তাঁর কীর্তিকলাপের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর পরিচালিত ‘সত্য’, ‘সরকার’, ‘সরকার রাজ’, ‘রঙ্গিলা’ ছবি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বক্স অফিসে। আজ থেকে প্রায় ৩৭ বছর আগে পড়াশুনার পথ চুকিয়ে ফেলেছেন তিনি। তবে দীর্ঘ এত বছর পর কলেজের পক্ষ থেকে ডিগ্রি পেলেন জনপ্রিয় পরিচালক।

বিতর্ক যতই থাকুক। তাঁর পরিচালিত ছবি দেখতে বেশ পছন্দ করেন সিনেপ্রেমীরা। তাঁর ভক্তের সংখ্যাও যে কম নয় তা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায়। আর সেই ভক্তদের উদ্দেশ্যেই এবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করলেন পরিচালক। তুলে ধরলেন ‘ব্যাচেলর অব টেকনোলজির ডিগ্রি’।

Ram Gopal Varma

সালটা ১৯৮৫। অন্ধ্র প্রদেশের আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন এই পরিচালক। ঘটনার পর কেটে গেছে ৩৭ তা বছর। অবশেষে তিনি হাতে পেলেন সেই ডিগ্রি। আর তাতেই ভীষণ খুশি রাম গোপাল বর্মা। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। ৩৭ বছর পর আমি পেলাম আমার কলেজের ডিগ্রি। অসংখ্য ধন্যবাদ কলেজ কর্তৃপক্ষকে’।

তাঁর এই পোস্টে বইছে ভক্তের কমেন্টের বন্যা। একজন লিখেছে, ‘ সত্যি ভীষণ ভালো খবর। অনেক অনেক শুভেচ্ছা নেবেন’। আর একজন লিখেছে, ‘আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন বলেই কি প্রতি সিনেমায় নির্মীয়মান বাড়ি দেখান?’ অন্য আর একজন লিখেছেন, ‘ আমিও আপনার মতোই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আমিও হতে চাই পরিচালক’।

Ram Gopal Verma

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা। রহস্যময়ী নারীর হাত চাটতে দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরেছিলেন সেই ছবি। ক্যাপশনে লেখেন, ‘শুধু পা নয়, হাতও..’। যদিও এই প্রথম নয় এর আগেও এক অভিনেত্রী আশু রেড্ডির পা চাঁটতে দেখা গিয়েছিল পরিচালক রাম গোপাল বর্মাকে। সেই থেকেই শুরু হয়েছিল বিতর্ক। অনেকেরই মতে, রাম গোপাল বর্মার নামের সঙ্গেই জড়িয়ে গেছে বিতর্ক।

Avatar
additiya

সম্পর্কিত খবর