ইচ্ছা থাকলেই উপায় হয়, সানি দেওলের ‘ইন্ডিয়ান’ দেখে অনুপ্রেরিত হয়ে আইপিএস অফিসার হয়েছেন এই কনস্টেবল

বাংলাহান্ট ডেস্ক: পয়সার যেমন দুটো পিঠ রয়েছে, সিনেমারও তেমন ভাল, মন্দ দুই দিক রয়েছে। কেউ ছবি থেকে শুধু খারাপটা গ্রহণ করে। আবার সেই একই ছবি অনেককে অনুপ্রেরণাও দিতে পারে ভাল কাজ করার জন‍্য। ঠিক যেমনটা করেছেন আইপিএস অফিসার (IPS officer) মনোজ রাওয়াত (manoj rawat)। সানি দেওলের (sunny deol) ‘ইন্ডিয়ান’ ছবিটি দেখে এতই অনুপ্রেরিত হয়েছিলেন তিনি যে কঠোর পরিশ্রম করে নিজেও আইপিএস অফিসার হয়ে ওঠেন।

রাজস্থানের জয়পুরের এক গ্রাম শ‍্যামপুরার বাসিন্দা মনোজ রাওয়াত। নিম্ন মধ‍্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তিনি। ছোট থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল তাঁর। বিশেষ করে পুলিস চরিত্রের উপরে তৈরি ছবি দেখতে বেশি ভালবাসতেন তিনি। পড়াশোনা শেষ করেও সংসারের জোয়াল টানতে রাজস্থান পুলিসের কনস্টেবলেরই চাকরি জোগাড় করেন মনোজ।

736933fde37bc3744b461bc683768cd1
তখন তাঁর বয়স মাত্র ১৯। তবে চাকরিতে ঢুকলেও পড়াশোনা বন্ধ করেননি তিনি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এম এ পাশ করার পর কনস্টেবলের চাকরিটি ছেড়ে দেন মনোজ। শুরু করেন আদালতে ক্লার্কের কাজ। কনস্টেবলের কাজ করার সময়েই সানি দেওলের ‘ইন্ডিয়ান’ ছবিটি দেখেছিলেন মনোজ, যে ছবি বদলে দিয়েছিল তাঁর জীবন। সানি অভিনীত চরিত্রটি দেখার পরেই তিনি সিদ্ধান্ত নেন আইপিএস অফিসার হওয়ার।

শুরু করেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। এর জন‍্য ক্লার্কের চাকরিটিও ছেড়ে দিয়েছিলেন মনোজ। এমনকি CISF এর একটি চাকরিও ছেড়ে দিয়েছিলেন তিনি। আত্মবিশ্বাস হারাতে দেননি মনোজ। দিন রাত কঠোর পরিশ্রম করে ২০১৭ সালে UPSC পরীক্ষায় পাশ করেন তিনি। সারা দেশের মধ‍্যে ৮২৪ তম স্থান দখল করেছিলেন মনোজ রাওয়াত।


Niranjana Nag

সম্পর্কিত খবর