একাই একশো! সব্বাইকে ছাপিয়ে গিয়েছেন দেব, অভিনয়ের ঝলক দেখেই ‘পাগলু’ দর্শক

বাংলা হান্ট ডেস্ক : প্রত্যেক বছরের  মতো এ বছরেও দুর্গা পূজা উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে এক ঝাঁক বাংলা সিনেমা। যার মধ্যে অন্যতম দেব (Dev) – সৃজিত মুখার্জীর ‘টেক্কা’ (Tekka)। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার। আর এবার পুজোর মুখেই প্রকাশ্যে এলো এই সিনেমার প্রথম গান, ‘তোমায় ছেড়ে যেতে পারলাম কই!’

‘টেক্কা’য় দুর্দান্ত অভিনয় দেবের (Dev)

অনুপম রায়ের গলায় গাওয়া এই গানের কথা লেখার পাশাপাশি কম্পোজ করেছেন রণজয় ভট্টাচার্য। আর এই গানটি  ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। এই প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের কোন সিনেমায় কাজ করেছেন রণজয়। অনুপম রায়ের এই গানের মধ্যে দিয়েই যেন ভেসে উঠলো গোটা সিনেমার গল্প।

সিনেমায় বাচ্চাটিকে কিডন্যাপ করার পর দেবের (Dev) নিজের সমস্যা আর বাচ্চাটার সাথে তাঁর  রসায়ন কিংবা মেয়েকে হারানোর পর একজন মা হিসেবে স্বস্তিকার চাপা আর্তনাদ অথবা পুলিশ অফিসার রুক্মিনীর লড়াই সহ সাংবাদিক সৃজা  এবং দেবদানের কথা সবটাই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানের মধ্যে দিয়ে।

তবে এই গানে যে টুকু অভিনয় দেখা গিয়েছে তাতে সব্বাইকে একাই ‘টেক্কা’ দিয়েছেন দেব। গানের একেবারে শুরুতেই তাঁর যে এক্সপ্রেশন তা দেখে একেবারে ছিটকে গিয়েছেন দর্শকরাও। আর সে কথাই এই গানের কমেন্ট সেকশনে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন সকলে। আসন্ন সিনেমার এই নতুন গান দেখে সবাই দেবের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন : সিরিয়ালে উকিল কিংবা সাংবাদিক! বাস্তবে কতদূর পড়াশোনা করেছেন ‘পর্ণা’ পল্লবী শর্মা?

  • দেবের অভিনয়ের প্রশংসা

কমেন্ট সেকশনে উঁকি দিলেই দেখা যাবে একজন লিখেছেন, ‘দেব আর সৃজিতের হাতে পড়েছে।আবার একটা মাস্টারপিস আসছে।’ ওপর একজন দেব ভক্ত লিখেছেন, ‘দেব নিজেকে ভাঙছে। আর সেটা যে কী ভীষণ ভাবে এটাই তার প্রমাণ।’

কেউ আবার লিখেছেন, ‘এক্সপ্রেশন কী মারাত্মক। আর কারও দিকে চোখ গেল না। দারুণ দেব দা।’ একইসাথে অনুপমের গানের প্রশংসা করে এক অনুরাগী লিখেছেন, ‘যেমন কথা তেমন সুর। পুরো মনে যেন ধাক্কা মারছে। খুব সুন্দর। তবে সব থেকে সেরা লাগল দেবকে। প্রথমের এক্সপ্রেশনটা কী মারাত্মক।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর