লটারিতে ১২ কোটি টাকা জিতে, জীবন বদলে গেল কেরালার এই ব্যক্তির

বাংলাহান্ট ডেস্কঃ প্রচুর টাকা ধার হয়ে যাওয়ায় এক ব্যক্তি বাধ্য হয়ে ব্যাংক থেকে লোন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। লোন নিতে যাওয়ার পথেই কাটেন লটারি। আর তাতেই বদলে গেল ভাগ্য চক্র। ভাগ্য দেবীর দাক্ষিণ্যে তিনি এখন ১২ কোটি টাকার মালিক। 

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। সৌভাগ্য বান ঐ ব্যক্তির নাম পুরুনান রাজন।  বিশাল পরিমান ঋণ হয়ে গিয়েছিল তার। সেই ঋণ মেটাতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্ক লোন নেবার। ব্যাঙ্ক যাবার পথে অভ্যাস মতোই একটি টিকিট কাটেন কান্নুরের পুরুনান রাজন। তার কল্পনাতেও ছিল না যে ঐ টিকিটটি তাকে এত বড় পুওস্কার এনে দেবে। ঐ লটারির টিকিটে তিনি জিতেছেন ১২ কোটি টাকা।

keralalotteriesresults.in thiruvonam bumper 2019 lottery br 69 19 09 2019

সোমবার সেই লটারির রেজাল্ট দেখেই চোখ কপালে ওঠে তার। তিনি  ভাবতেও পারেন নি যে এত বড় পুরষ্কার পাবেন। তিনি ঐ লটারিতে জিতেছেন প্রথম পুরস্কার ‌১২ কোটি টাকা ।  পুরুনান জানিয়েছেন, পুরস্কার অর্থের পুরোটা নয়, মোটামুটি প্রায় সাত কোটি টাকার মতো পাবেন। যা দিয়ে ঋণ শোধের পর বাড়ির নানা কাজও দিব্যি করতে পারবেন। এবার থেকে আরও বেশি করে টিকিট কাটবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

এর আগে, বাংলায় হরিশচন্দ্রপুরের তুলসিহাটা মোড়ে কর্মস্থলে যোগ দেওয়ার আগে শহীদ মোড়ের স্থানীয় একটি দোকান থেকে ৬ টাকার দামের লটারি কাটেন ফিরোজ। দুপুরে ফোন মারফৎ জানতে পারেন ভিনরাজ্যের লটারির প্রথম পুরস্কার কোটি টাকার মালিক তিনি। টিকিট হাতে সোজা ছুটে যান থানায়। তারপর তাকে নিরাপত্তা দেবার তোরজোর লেগে গেছে থানা জুড়ে।


সম্পর্কিত খবর