বাংলাহান্ট ডেস্ক : এক ব্যক্তি লটারিতে জিতেছেন ২২ কোটি ইউয়ান। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৪৮ কোটি টাকা। দক্ষিণ চিনের বাসিন্দা লি এত পরিমাণ টাকা লটারিতে জিতেও জানতে দেননি তার স্ত্রীকে। কিন্তু এত টাকা জেতার পরেও তিনি কেন জানালেন না তার স্ত্রীকে? লির কি মতবল ছিল অন্য কারোর সাথে ঘর বাঁধার? নাকি অন্য কিছু?
এই চীনা যুবক লটারির টাকা হতে পাওয়ার পর খোলসা করলেন সব কিছু। তার বক্তব্য শুনে রীতিমত অবাক সকলেই। তাতে অবশ্য লি বিন্দুমাত্র বিচলিত নন। উল্টে তিনি তার টাকা থেকে একটা অংশ দান করেছেন সরকারকে। অন্যদিকে এত টাকার প্রাপ্তির পরেও লি এর ভাবলেশহীন আচরণ অবাক করেছে তার বন্ধু ও আত্মীয়দের।
সম্প্রতি চীনের একটি সংস্থা গুয়াংশি প্রদেশের নানিংয়ে একটি লটারি প্রতিযোগিতার আয়োজন করে। নানিংয়েই বাসিন্দা লি এই লটারিতে প্রথম স্থান অধিকার করেন। কিন্তু এত বড় খবর তিনি কাউকে জানতে দেননি। ২ সপ্তাহ পর লি লটারির টাকা গ্রহণ করতে গেলে তার বন্ধু ও স্বজনরা ব্যাপারটি জানতে পারেন। কিন্তু এত বড় খবর লি কেন সবার থেকে লুকালেন?
একটি সাক্ষাৎকারে লি জানান, “আমার স্ত্রী খুবই অলস। ঘরের কোনো কাজ করায় তার মন নেই। আমার লটারি প্রাপ্তির ব্যাপারটি জানলে স্ত্রী আরও অলস হয়ে যাবে। এই পরিমাণ টাকা পাওয়ার কথা জানলে আমার বাচ্চারাও আত্মতুষ্টিতে ভুগতে পারে। তাই লটারি পাওয়ার খবর কাউকে জানাইনি।”
লি এর এহেন মানসিকতার জেরে তার বন্ধু ও আত্মীয়রা অবাক হলেও, লি এর প্রশংসা করেছেন মনোবিজ্ঞানীরা। তাদের বক্তব্য, লি খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তার স্ত্রী যাতে আরো অলস না হয়ে পড়েন সেই দিকে নজর রেখেছেন। অন্য দিকে লটারির মত অনির্দেশ্য খেলার মাধ্যমে নিজের জয়তে লি আত্মতুষ্টিতে ভোগেননি।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!