বাংলা হান্ট ডেস্কঃ গতকালই শেষ হল শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ভারত শ্রীলঙ্কাকে ৩-০ তে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে। ক্লিন সুইপ করে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর সমস্ত ভক্তদের অবাক করে দিয়েছেন। আর এর প্রধান কারণ হল, রোহিত শর্মা সিরিজ জয়ের পর ট্রফি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সবাই এটাই জিজ্ঞাসা করছে যে, ওই ব্যক্তি আসলে কে?
সিরিজ জয়ের পর দলীয় প্লেয়ারদের সঙ্গে ফটো সেশন সেরে রোহিত শর্মা ট্রফি এক অচেনা ব্যক্তির হাতে তুলে দেন। যেই অচেনা ব্যক্তির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন হিটম্যান, তিনি হলেন জয়দেব শাহ। বলে দিই, জয়দেব শাহ হল BCCI-র প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ-র ছেলে। শাহ পরিবার সৌরাষ্ট্র ক্রিকেটে দীর্ঘদিন ধরে তাদের অধিপত্য বিস্তার্য করে রেখেছে। নিরঞ্জন শাহের পর তাঁর ছেলে জয়দেব শাহ bCCI-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জয়দেব শাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ হওয়া টি২০ সিরিজে BCCI-র তরফ থেকে ভারতীয় দলের সঙ্গে থাকা প্রতিনিধি। জয়দেব শাহ শুধু বিসিসিআই-র আধিকারিকই নন, তিনি নিজেও আগে ক্রিকেট খেলতেন এবং সৌরাষ্ট্রের অধিনায়ক ছিলেন। বলে দিই, ভারতীয় দলের সঙ্গে প্রতিটি সিরিজেই বোর্ডের তরফ থেকে একজন প্রতিনিধি থাকেন। তাঁকে দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। এবার জয়দেব শাহ সেই দায়িত্ব পালন করেন। ১২০টি ঘরোয়া ম্যাচে জয়দেব শাহ ৩০-র গড়ে ৫হাজার ৩৫৪ রান করেছেন। এই রানের মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে।
https://twitter.com/addicric/status/1497992149677137925?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497992149677137925%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fsports%2Fcricket%2Frohit-sharma-match-trophy-after-team-india-t20-series-win-over-sri-lanka-indian-cricket-team%2F1110829
বলে দিই, শ্রীলঙ্কাকে ভারত তিনটি টি-২০ ম্যাচের সিরিজে তিনটি ম্যাচেই হারিয়েছে। আর এই সিরিজে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসকে তিনটি ম্যাচের একটিতেও আউট করতে পারেন নি লঙ্কার বোলাররা। তাঁকেই এই সিরিজের ম্যান অফ দ্য ট্যুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে।