উহানের পর চীনের আরেক প্রান্তে ছড়িয়ে পড়ল করোনা ভাইরাস, এবার বিপদ হতে পারে আরো তীব্র

বাংলাহান্ট ডেস্কঃ আইস ফেস্টিভ্যালের (Snow Sculpture Festival) শহর চীনের হার্বিনেও (Harbin) ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই অঞ্চলের সংক্রমণ উহানের থেকেও মারাত্মক আকার ধারণ করতে চলেছে। চীনের মধ্যে এই একটি জনবহুল অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে মানুষজন বসবাস করেন। তাছারাও ওই অঞ্চলে পরিযায়ী শ্রমিক আছেন অনেক, যারা রাশিয়া থেকে এসে সেখানে কাজ করে। প্রায় ১০ লক্ষেরও বেশি শ্রমিক সেখানে কাজ করেন।

shutterstock 1275181054

উহান থেকে করোনা ভাইরাস (COVID-19) ছড়িয়ে বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়েছে। সমগ্র বিশ্বে করোনা ভাইরাস এখন তান্ডবলীলা চালালেও চীনে কিন্তু সামলে এসেছে বলে জানিয়েছিল চীন সরকার। যার কারণে তারা উহানে লকডাউন তুলে নেয়। লকডাউন তুলে নেওয়ার পরও আবার নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে চীনে। কিন্তু এর সঠিক পরিমাণ জানাচ্ছে না চীন সরকার।

চীনের একটি জনপ্রিয় অঞ্চল হার্বিন। যেখানে প্রতিবছর এই সময়ে আইস ফেস্টিভ্যাল দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেখানে যার। নতুন করে করোনা সংক্রমণের জেরে আইস ফেস্টিভ্যালের শহর চীনের হার্বিনেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। রাশিয়া- চীন সীমান্ত সিল না থাকায় এখন ওই অঞ্চল দিয়ে প্রচুর সংখ্যা শ্রমিক চীনে চলে আসছে। চীন সরকার এই বিষয়টাকে কিছু করেই আটকাতে পারছে না। যার ফলে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানুষজন তাঁদের ট্র্যাভেল বিবরণ গোপন করায়, তাঁদের খুঁজে বের করতেও পারেছে না চীন সরকার।

রাশিয়ার যে পরিমাণ শ্রমিক চীনে কাজ করত, এখন তার থেকে আরও বেশি পরিমাণে শ্রমিক ফিরে আসছে। বর্তমানে ইউরোপের থেকেও মানুষজন এখন চীনে চলে আসছে। সেনা মজুত করেও চীন সরকার এই বিষয়টাকে সামাল দিতে অক্ষম হচ্ছে। যার ফলে আশঙ্কা করা হচ্ছে উহানের থেকেও হার্বিনে করোনা আক্রান্তের সংখ্যা মারত্মক আকার ধারণ করবে। পরিযায়ী শ্রমিকরা সরকারের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, দলে দলে এসে ভিড় করছে চীনে।

Smita Hari

সম্পর্কিত খবর