বাংলা হান্ট ডেস্ক : কেরল বামপন্থী রাজ্য। এ নিয়ে দ্বিমত নেই। সুষ্ঠ ভাবে ভোট যেমন সম্পন্ন হয় তেমনি রাজ্যের রাজনৈতিক হালহকিতক বেশ ভালো। তবে একটি বিধানসভা কেন্দ্রে দীর্ঘ পাঁচদশক ধরে ইউডিএফ রাজত্ব করে আসছিল। কিছুতেই টলানো যাচ্ছিল না। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে যেমন বার কয়েক পালাবদল হয়েছে কিন্তু ওই কেন্দ্রটিতে 54 বছর ধরে ইউডিএফ একভাবে শাসন চালিয়েছে। কিন্তু চলতি বিদানসভা উপনির্বাচনে চুয়ান্ন বছরের রেকর্ড ভেঙে অবশেষে ক্ষমতায় এল বাম জোট দল লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট। এই জয়কে ঐতিহাসিক জয় হিসেবেই দেখছে বামেরা।
কেরলের পালা বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বাম জোট প্রার্থী মানি কি কপ্পনের সঙ্গে ইউডিএফ প্রার্থী জোস কে মানির ব্যাপক লড়াই চলে। এবারেও তাঁর জিতবে এমনটা একশো শতাংশ আশাবাদী হলেও শেষে আশায় জল ঢাললেন কপ্পন। প্রায় তিন হাজারের বেশি ভোট পেয়ে উপনির্বাচনে ওই কেন্দ্রও দখলে আনল বাম। যদিও লড়াইয়ে যোগ দিয়েছিল বিজেপি। কিন্তু বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা অনেকটাই কম। লোকসভা নির্বাতনে কিন্তু ওই কেন্দ্রে সবথেকে বেশি ভোট পেয়েছিল কেরল। কিন্তু এবার পিছিয়ে পড়ল অনেকটাই।
হার সম্পর্কে বলতে গিয়ে কেরল কংগ্রেসের তরফ থেকে হারের কারণ খতিয়ে দেখা হবে জানানো হয়েছে। 1967 সাল থেকে পালা বিধানসভা দখলে রেখেছিলেন চেয়ারম্যান কে এম মানি। কিন্তু চলতি এপ্রিলে তাঁর মৃত্যুর পর ওই কেন্দ্রের জন্য উপ নির্বাচন শুরু হয়। এবং জয়ী হয় বামেরাই।