বাংলা হান্ট ডেস্ক:শনিবার ম্যারিল্যান্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার। শনিবার স্থানীয় সময় বেলা ১২:৩০ নাগাদ ম্যারিল্যান্ডের কেন্ট আইল্যান্ডের দক্ষিণে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে।হেলিকপ্টারটি ভেঙে পড়তে দেখে এক ব্যক্তি কোস্টগার্ডকে খবর দেয়।
পুলিশ জানায়,হেলিকপ্টারটি শনিবার চেসাপেক উপসাগরে পড়ে যায়।
প্রশাসন নিখোঁজ ব্যাক্তিদের শনাক্ত করেছেন। একজন ম্যারিল্যান্ডের বাসিন্দা চার্লস নাইট(৩৮) আরেক জন ওই হেলিকপ্টারের পাইলট ম্যাট ক্লার্ক(৩৬)। দুজনেই শনিবার থেকে নিখোঁজ।
অ্যানাপলিসের কোস্ট গার্ড স্টেশনের উদ্ধারকারী বোট এবং আরো কয়েকটি উদ্ধারকারী সংস্থা রবিবার সকাল পর্যন্ত ওই দুই ব্যক্তির উদ্দেশ্যে সন্ধান চালায়।
বে ব্রীজের দক্ষিনে কুইন অ্যানিস কাউন্টির ব্লাডি পয়েন্টের কাছে হেলিকপ্টারটি ভেঙে পরে।ব্লাডি পয়েন্টেটি উপসাগরটির সবথেকে গভীরতম স্থান।সমুদ্রস্তর থেকে এর গভীরতা প্রায় ১৭৪ ফিট গভীরে।