একি কাণ্ড! বাঁকুড়ায় ধাক্কা-ধাক্কি করে CPM কর্মীরা যোগ দিচ্ছেন BJP-তে, হঠাৎ হল টা কী?

বাংলা হান্ট ডেস্ক: শক্তি বাড়ানো তো দূরের কথা, লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) মধ্যেই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে জেলায় জেলায় বামেদের (Left) ভাঙন। রবিবারেই পঞ্চম দফার ভোটগ্রহণ পর্বের আগে দুদিনের সফরে বাংলায়  এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন একই সাথে পরপর পুরুলিয়া-বাঁকুড়া এবং মেদিনীপুরে সভা করেছেন তিনি।

তবে এদিন বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর পা পাড়ার আগেই, বামেদের ঘর ফাঁকা করে বিজেপিতে (BJP) যোগ দিয়েছে ৩০ টি পরিবার। শনিবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খারারি গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল।

   

সেখানেই তৃণমূল এবং সিপিএম ছেড়ে এক সাথে বিজেপিতে যোগ দিয়েছে মোট ৩০ টি পরিবার।এইভাবে ভোটের মুখে আরও  একবার শক্তি বাড়লো বিজেপির। এদিন বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপি জেলা কমিটির সদস্য ও বড়জোড়া বিজেপি মন্ডল ৩-র সভাপতি ধনঞ্জয় গরাই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: ৪ জুনের পরই শুরু মোদীর ‘অ্যাকশন’! প্রধানমন্ত্রীর এক কথায় বাংলার ‘দুর্নীতিবাজ’ মন্ত্রীদের উড়ল ঘুম

এদিন বিজেপিতে যোগদান পর্ব মেটতেই বড়জোড়া বিজেপি মন্ডল ৩ সভাপতি বলেন, ‘আমরা ভালো ভোট পাবো। এখানে তৃণমূলের কোন জায়গা হবে না।’ যদিও তৃণমূল সেই দাবি উড়িয়ে দিয়ে দাবী করছে আসলে পুরোটাই লাইম লাইটে থাকার নাটক করছে বিজেপি।

BJP 1

রাজ্যের শাসনদলের তরফে এদিন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় অভিযোগ করেছেন আসলে বিজেপি নাকি নিজেদেরই দলীয় কর্মীদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে দিয়ে সংবাদমাধ্যমের সামনে ফুটেজ খাওয়ার নাটক করছে।  প্রসঙ্গত আজ একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বাঁকুড়ায় সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর