বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। প্রতিটি দফার জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হচ্ছে। কিন্তু এতেও নির্বাচনের আগে অশান্তি কমছে না।
রাজ্যে রাজনৈতিক হিংসা দিনদিন বেড়েই চলেছে। আর এই হিংসায় দায় বারবার শাসক দলের কাঁধে চাপছে। শুধু হাতাহাতি, মারমারিই না। খুন হতে হচ্ছে একের পর এক বিরোধী দলের কর্মী-সমর্থকদের। এরকমই এই ঘটনা সামনে এলো সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে।
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে অভিনেত্রী অঞ্জনা বসু। আর সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র। দুই প্রার্থী যখন প্রচারে বেরিয়ে নিজের ভীত মজবুত করার চেষ্টা চালাচ্ছেন। তখন সোনারপুর থেকে উঠে এলো এক মর্মান্তিক দৃশ্য।
বৃহস্পতিবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৫৭ নম্বর বুথের বিজেপির সক্রিয় কর্মী বিকাশ নস্করের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের গলায় লাইলন দড়ি দিয়ে ফাঁস দেওয়া ছিল। বিজেপির তরফ থেকে এই ঘটনার দায় শাসক দল তৃণমূলের উপর চাপানো হয়েছে।
একটি খেজুর গাছের গোঁড়ায় বিকাশ নস্করের দেহ উদ্ধার করা হয়। গলায় ছিল ফাঁস দেওয়া। প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনোদিক থেকেই আত্মহত্যা না। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।