বাংলা হান্ট ডেস্ক : ফের একবার বড়সড় ধসের (Landslide) মুখে সিকিম (Sikkim)। গরমের ছুটিতে ঘুরতে গিয়ে বিপাকে পর্যটকরা। সূত্রের খবর, ধ্বসের কারণে বন্ধ হয়ে পড়েছে একাধিক রাস্তা। পর্যটকদের গাড়ি প্রবেশ তো নিষেধ বটেই সেই সাথে স্থানীয় গাড়ি ঘোড়ার উপরেও লাগানো হয়েছে নিষেধাজ্ঞা। শোনা যাচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার কারণে BRO-র সাহায্য নিতে হয়েছে প্রশাসনকে।
সূত্রের খবর, ধ্বস নেমেছে সিকিমের মঙ্গন থেকে ডিকচু এবং সিংতাম যাওয়ার রাস্তায়। রবিবার রাতে আচমকাই বন্ধ হয়ে যায় রাস্তা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পাথর সরানোর কাজ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তলব করা হয় বর্ডার রোড অর্গানাইজেশনকে। তবে আপাতত সমস্ত ধরণের যান চলাচলের উপর জারি রয়েছে নিষেধাজ্ঞা।
প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে, সোমবারের মধ্যেই ধস সরিয়ে স্বাভাবিক হতে পারে এই পাহাড়ি সড়কে যান চলাচল। রাস্তা পুরোপুরিভাবে ক্লিয়ার হলে তবেই যান যাতায়াতের অনুমতি মিলবে। যদিও এই প্রথম নয়, এর আগেও বহুবার বিপদ নেমে এসেছে পাহাড়ের বুকে। বিশেষ করে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে একাধিকবার ধ্বস নেমেছে সিকিমে। ভূবিজ্ঞানীদের মতে, এই সময়টা পাহাড়ে যাওয়া একেবারেই নিরাপদ নয়।
আরও পড়ুন : হতাশ ভক্তরা, একযোগে মোহনবাগান ছাড়ছেন জোড়া ফুটবলার! তালিকায় কে কে?
এদিকে এই সময়টাতেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যায় তীব্র দাবদাহ। যে কারণে দক্ষিণবঙ্গের বাসিন্দারা এই সময়টাকেই বেছে নেন পাহাড়ে যাওয়ার জন্য। দিনকয়েক আগেই একবার ধ্বস নেমেছিল থেং টানেলের কাছে। যার জেরে চুংথাং থেকে মঙ্গন যাওয়ার রাস্তা একপ্রকার বন্ধই ছিল। উল্লেখ্য যে, এই রাস্তাটির ব্যবহার হয় মূলত উত্তর সিকিম যাওয়ার জন্য। সেবারও একাধিক পর্যটন গাড়ি আটকে পড়েছিল এই এলাকায়।