বুড়ো বয়সে ভীমরতি! ‘মিঠাই’তে এনট্রি নিচ্ছে দাদাইয়ের গার্লফ্রেন্ড! প্রোমো দেখে অবাক নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ (Mithai) মানেই টুইস্টের পর টুইস্ট। একের পর এক নতুন চরিত্রের আগমন ঘটছে সিরিয়ালে। সিডকে নিয়ে একাধিকবার ত্রিকোণ প্রেমের কাহিনি উঠে এসেছে। কিন্তু এবারে যা ঘটতে চলেছে তা কল্পনার অতীত। সিডকে নিয়ে আর টানাটানি নয়। এবার গল্পে এনট্রি নিতে চলেছে দাদাই এর ‘গার্লফ্রেন্ড’ ললিতা!

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। মিঠাই এর নতুন প্রোমো অনুযায়ী, আসন্ন পর্বে বিরাট বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন‍্য। মনোহরাতে এনট্রি নিতে চলেছে দাদাই অর্থাৎ মোদক পরিবারের হেড সিদ্ধেশ্বর মোদকের ‘গার্লফ্রেন্ড’ ললিতা।


মনোহরায় ঢুকেই দাদাইকে জড়িয়ে ধরেন তিনি। দৃশ‍্য দেখে বাকি সবাই স্ট‍্যাচু। মিঠাই, তোর্সা হাঁ। সিডের মুখে অবাক হওয়া হাসি। অন‍্যদিকে ঠাম্মির মাথায় বাজ পড়ার যোগাড়। প্রোমো দেখে হেসেই গড়াগড়ি খাচ্ছে নেটনাগরিকরা। দাদাই এরও নাকি এই বয়সে গার্লফ্রেন্ড! আর কত কী যে দেখাবে মিঠাই।

মিঠাই এর প্রোমো বেশি দেওয়া হয় না বলে অভিযোগ করেন দর্শকরা। কিন্তু যখন প্রোমো দেওয়া হয় তা ছোটখাট বিষ্ফোরণের থেকে কম কিছু হয় না। এই যেমন নতুন প্রোমো নিয়ে বিচিত্র মন্তব‍্য করছেন নেটিজেনরা। কেউ বলছেন, মিঠাই সত‍্যিই পারিবারিক সিরিয়াল। প্রত‍্যেকটি সদস‍্যের নিজস্ব গল্প প্রাধান‍্য পায় এই সিরিয়ালে।


কেউ কেউ আবার মজা করে বলছেন, সিডি বয়সের হাসি দেখো! ভাবটা এমন, এতদিন নিজে এইসব বিষয় নিয়ে সমস‍্যায় পড়ত। এখন দাদাইও কেস খাচ্ছে। ঠাম্মি এবার রেগে ফায়ার হয়ে যাবে। আবার অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন। নায়িকার অনুভূতি গুলো দেখানোর নাম নেই। সিড মিঠাইয়ের সম্পর্কটা ঠিক ভাবে দেখাচ্ছে না। সিরিয়ালের গল্প এখন শুধু হল্লা পার্টি আর নতুন চরিত্রগুলির সমস‍্যা দেখিয়েই শেষ।

অতি সম্প্রতি বাংলা সেরার তকমা ফিরে পেয়েছে মিঠাই। বহুদিন বাদে আবারো টিআরপি শীর্ষে মোদক পরিবার। এখন সিড মিঠাই এর সম্পর্কটা নিয়েই গল্প বললে ভালো হবে বলে মত দর্শকদের একটা বড় অংশের।

সম্পর্কিত খবর

X