‘বড়দের থেকেই বেয়াদবি শিখেছি’, ফের বেফাঁস মন্তব‍্য নোবেলের

বাংলাহান্ট ডেস্ক: ফের বিতর্ক দানা বেঁধেছে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলকে (nobel) ঘিরে। নিজের ‘বেয়াদব’ তকমা পাওয়া নিয়ে গায়ক মন্তব‍্য করেন, বেয়াদবি বড়দের কাছেই শিখেছেন তিনি। তাঁর এই মন্তব‍্য ঘিরেই ফের বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
বাংলাদেশের সংবাদ মাধ‍্যমের প্রতিবেদন থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি চ‍্যানেলে সাক্ষাৎকার দেন নোবেল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় নেটিজেনদের তাঁকে দেওয়া ‘বেয়াদব’ তকমা নিয়ে। উত্তরে নোবেল সাফ জানান, তাঁকে এই বিষয়ে কিছু বলে কোনও লাভ নেই। বড়দের থেকেই বেয়াদবি শিখেছেন তিনি। উপরন্তু জনপ্রিয় ‘মাইলস’ ব‍্যান্ডের স‍দস‍্য শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরকে কটাক্ষ করেন নোবেল।

nobel
গায়কের কথায়, “আমি আর কি বেয়াদবি করেছি। গান প্রকাশের আগে শাফিন ভাই ফুয়াদ ভাই সহ আরও অনেককে গালিগালাজ করেছিল। আমি তাঁদের থেকে অনেক বেশি প্রচারের আলোয় এসেছি। অথচ আমার থেকে অনেক বেশি বেয়াদবি ওরা করেছেন। আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখেছি। আমাকে কিছু বলে লাভ নেই।”
প্রসঙ্গত, নতুন গান ‘তামাশা’র প্রচারের জন‍্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব‍্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বাংলাদেশের গায়ক নোবেল‍। তাঁর মন্তব‍্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় দুই বাংলায়। নেটিজেনরা তাঁকে ‘বেয়াদব’ তকমাও দেন।
কিন্তু সেই বিতর্কই কাল হয় নোবেলের। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত গান ‘তামাশা’র কার্যত তামাশা বানিয়ে ছেড়ে দেয় নেটজনতা। নোবেলের ইউটিউব চ‍্যানেল নোবেল ম‍্যানে মুক্তি পায় এই গান। লাইক যত তার থেকে বেশি পড়ে ডিসলাইক। যে গানের জন‍্য এত কাঠখড় পোড়ানো নোবেলের সেই গানেই যাবতীয় ক্ষোভ উগরে দেন নেটজনতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর