বাংলা হান্ট ডেস্ক : বাঙালি এখন মেতে আছে পুজোর। তবে তার মাঝেও সিরিয়াল (Bengali Serial) প্রেমীরা কিন্তু টিআরপির (Target Rating Point) খবর নিতে মোটেও ভুললোনা। আসলে এই টিআরপি নম্বরই ঠিক করে কোন সিরিয়াল টিকবে আর কোন সিরিয়ালের সফর বন্ধ হবে! তাছাড়া কে কাকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল সেটাও জানার জন্য উৎসুক হয়ে থাকে বাংলার ভক্তরা। বিশেষ করে, বিগত কয়েক সপ্তাহ ধরেই যেরকম রদবদল চলছে তাতে যে কোনো সময় চাকা ঘুরে যেতে পারে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেও বেঙ্গল টপারের খেতাব ধরে রাখলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বিশ্বকাপের বাজারেও সূর্য দীপার ঝুলিতে রয়েছে ৮.৩ পয়েন্ট। আসলে মিশকার পর্দা ফাঁস করতে গিয়ে দীপা যে ক্যারিশ্মা দেখিয়েছে তাতে এটা হওয়ারই ছিল। এদিকে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জি বাংলার ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’। সবাইকে চমকে দিয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছে এই দুই মেগা সিরিয়াল।
চলতি সপ্তাহে এই দুই সিরিয়ালের ঝুলিতে এসেছে ৭.৬ পয়েন্ট। এদিকে জগদ্ধাত্রী হারিয়ে ফেলেছে তার স্থান। ফুলকি এবং পর্ণার কাছে খানিকটা দমে গেছে জ্যাস স্যানালের দাপট। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে ভালো ফল করেছে শিমুলও। সোজা চতুর্থ স্থানে উঠে এসেছে এই মেগা। চলতি সপ্তাহে ‘কার কাছে কই মনের কথা’র ঝুলিতে এসেছে ৬.৯ পয়েন্ট। আসলে শিমুলের শ্বাশুড়ি যেভাবে তার বৌমাকে সাপোর্ট করতে শুরু করেছে তা বেশ লাগছে ভক্তদের।
তবে সবাইকে চমকে দিয়েছে অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালোবাসা’। বিপরীতে থাকা মিলিকে হারিয়ে দিয়ে জিতে নিয়েছে স্লটও। কোজাগরীর দখলে রয়েছে ৬.৫ পয়েন্ট। এরপরেই ষষ্ঠ স্থান দখলে রেখেছে তিনখানা ধারাবাহিক। রাঙা বউ, লাভ বিয়ে আজকাল আর তুঁতে পেয়েছে। এই তিনটি মেগাই পেয়েছে ৬.৪ পয়েন্ট করে। এই সপ্তাহেও ভালো ফল করেছে সন্ধ্যাতারা এবং হরগৌরী পাইস হোটেল। দুই মেগার দখলে রয়েছে ৬.২ পয়েন্ট।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
অনুরাগের ছোঁয়া – ৮.৩ প্রথম
নিম ফুলের মধু, ফুলকি – ৭.৬ দ্বিতীয়
জগদ্ধাত্রী – ৭.৫ তৃতীয়
কার কাছে কই মনের কথা – ৬.৯
জল থই থই ভালোবাসা – ৬.৫
Love বিয়ে আজকাল, রাঙা বৌ, তুঁতে – ৬.৪
সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল – ৬.২
তোমাদের রানী – ৫.৫
ইচ্ছে পুতুল – ৫.৪
বাংলা মিডিয়াম – ৫.৩
ফিকশনের পাশাপাশি নন ফিকশন শো গুলিও ভালো ফল করেছে। কিছুদিন আগেই শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত শো ‘দাদাগিরি’। জি বাংলার পর্দায় দেখানো হয় এই শো। সৌরভের অনবদ্য সঞ্চালনা সাথে জমজমাট আড্ডা দেখার জন্য রীতিমত মুকিয়ে থাকেন সকলেই। আজকে প্রকাশিত টিআরপি তালিকায় ৬.১ পেয়েছে জি বাংলার দাদাগিরি।