ফের পাকিস্তানে দোল উৎসবে ছাত্রদের উপর হামলা! অগ্নিগর্ভ করাচি বিশ্ববিদ্যালয়

বাংলা হান্ট ডেস্ক : যদি ঈদ পালন করা যায় তাহলে হোলি নয় কেন? এই দাবিতেই এবার করাচি বিশ্ববিদ্যালয়ে (Karachi University) পালিত হন হিন্দুদের রঙের উৎসব। যার জেরে শোরগোল শুরু হয়েছে গোটা পাকিস্তান জুড়েই। গতকাল লাহোর বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটে। হিন্দু ছাত্ররা (Hindu Students) হোলি উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়। তারপরই তাঁদের উপর চলে নির্যাতন। ১৫ জন ছাত্র হয়।

বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা নিয়ে উত্তাল পাকিস্তান। বারবার নির্যাতিত হচ্ছে পাকিস্তানের (Pakistan) সংখ্যালঘু ছাত্ররা। প্রথমে পাঞ্জাব তারপর করাচি বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্রদের উপর হামলা চালাল ইসলামি সংগঠনগুলি। পাকিস্তান আনটোল্ড নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায় একটি হিন্দু তাঁর ক্ষোভ উগড়ে দিচ্ছেন মুসলিম ছাত্রদের উপর।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই ছাত্র বলছেন, ‘আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমি সিন্ধি। আমরা শান্ত ভাবে হোলি পালন করছিলাম। হঠাৎ জামিয়াত ছাত্ররা এসে আমাদের উত্যক্ত করতে শুরু করে। পাকিস্তানে সব ধর্মের মানুষ তাঁদের উৎসব পালন করতে পারেন। কিন্তু হিন্দুরা পারেন না। সবাই বিভিন্ন উৎসব পালন করতে পারলেও আমরা কেন হোলি পালন করতে পারবো না?’

pakistan 2

জানা যাচ্ছে, হিন্দু ছাত্রদের উপর জামাতি ছাত্রদের নির্যাতনের কথা স্বীকারই করতে চাইছে না করাচি এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের তরফ থেকে কোনও রকম আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল লাহোরের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ল’ কলেজে ৩০ জন হিন্দু পড়ুয়া হোলি উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া তথা প্রত্যক্ষদর্শী কাশিফ ব্রোহি সংবাদসংস্থা জানান, ‘শিক্ষার্থীরা ল’ কলেজের লনে জড়ো হওয়ার সাথে সাথেই ইসলামী জমিয়ত তুলবা (আইজেটি) কর্মীরা জোর করে তাদের হোলি উদযাপনে বাধা সৃষ্টি করে। যার ফলে সংঘর্ষের বাঁধে। এর জেরেই ১৫ জন হিন্দু ছাত্র জখম হন।’ কাশিফ ব্রোহি দাবি করেন, হিন্দু পড়ুয়ারা হোলি উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আগাম অনুমতি নিয়ে রেখেছিলেন।


Sudipto

সম্পর্কিত খবর