আবারও বাংলায় বিজেপি কর্মী খুন, অভিযোগে তির তৃণমূলের দিকে

বাংলাহান্ট ডেস্কঃ রাজনৈতিক হিংসার জন্য পশ্চিমবঙ্গ বহুবার খবরের শিরোনামে থাকে।এখন যখন সারা দেশ করোনাভাইরাস নিয়ে তোলপাড়, পাশাপাশি চলছে লকডাউন। তার মধ্যেও পশ্চিমবঙ্গে খুনের খবর আসছে। এবার ঘটনাটি ঘটেছে  উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। এবার বিজেপি দম্পতিকে খুনের ও অভিযোগ উঠল তৃণমূলের দিকে।

মঙ্গলবার সকালে কুলতলির কাঁকসা গ্রামে ওই দম্পতির বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তাঁদের মৃতদেহ। এলাকাকে বিজেপি-শূন্য করার লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনে দলের স্থানীয় প্রার্থীকে এবং দলের বুথ সভাপতিকে খুন করেছে তৃণমূল— অভিযোগ বিজেপির। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সে অভিযোগ পুরোপুরি নস্যাৎ করছেন। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন।

ভীম হালদার ও শকুন্তলা হালদার নামে ওই দম্পতি দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে থাকতেন। সক্রিয় বিজেপি কর্মী হিসেবেও এলাকায় তাঁরা পরিচিত ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকা প্রতিবেশীরা বাড়ির উঠোনের আমগাছে ভীমের দেহ ঝুলতে দেখেন। এরপরই তাঁরা দরজা খুলে ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে শকুন্তলার দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তাঁরা। কিন্তু কারণে এই জোড়া মৃত্যু?

bjp 17

প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ঘটনার পিছনে রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে বলেই দাবি স্থানীয়দের। অবিলম্বে তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে যে, দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে যে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা। তারপরই শুরু হবে তদন্ত।

এ দিন বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা (পূর্ব) সাংগঠনিক জেলার নেতারা জোড়া মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে যান। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘এখন করোনার বিরুদ্ধে লড়া ছাড়া আর কোনও কথা কেউ ভাবছেন না পৃথিবীতে। কিন্তু এই পরিস্থিতির মাঝেও পশ্চিমবঙ্গে হিংসা কমছে না। কুলতলিতে আমাদের দলের দুই কর্মীকে ঘরে ঢুকে খুন করা হল। তৃণমূল প্রত্যক্ষ ভাবে এই খুনের সঙ্গে যুক্ত।’’ অবিলম্বে খুনিদের গ্রেফতার করার দাবি তুলেছেন সায়ন্তন। তবে প্রশাসন কোনও পদক্ষেপ করবে কি না, তা নিয়ে সায়ন্তন সন্দেহও প্রকাশ করেছেন এ দিন। তিনি বলেছেন, ‘‘কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা পশ্চিমবঙ্গের অবস্থার কথা জানাচ্ছি।’’


সম্পর্কিত খবর