ভাঙড়ে ফের ভয়াবহ বিস্ফোরণ! বোমা বাধঁতে গিয়ে ঝলসে আহত ১০, ভয়ে কাঁটা এলাকাবাসী

বাংলা হান্ট ডেস্কঃ ভোট শেষ হলেও রক্তপাত অব্যাহত! ভাঙড়ে ফের বিস্ফোরণ (Bhangar Violence)। বোমা বাধঁতে গিয়ে ঝলসে আহত অন্তত ১০ জন। সূত্রের খবর, অশান্তির মধ্যেই চকমরিচায় একটি বাড়িতে বসে বোমা বাঁধছিলেন আইএসএফ (ISF) সমর্থকরা। তখনই বিস্ফোরণ (Bomb Blast) হয়। যার জেরে ঝলসে যায় ওই আইএসএফ কর্মীরা।

এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন পুলিশ বাহিনী। টহল দিচ্ছে আধাসেনাও। তবে তাতেও কোথায় কী! তার মধ্যেই ভাঙড়ে বোমা ফেটে গুরুতর আহত হলেন ১০ জন। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে ভাঙড়ের কাশীপুর থানা এলাকার চকমরিচা গ্রামে বোমা বাঁধার সময় হঠাৎই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, আহতরা সকলেরই আইএসএফ কর্মী। আহতদের চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে এই অশান্তির পরিবেশের মধ্যেও ভাঙড়ের চকমরিচায় একটি বাড়িতে বসে বোমা বাঁধছিলেন ISF সমর্থকরা। তখনই বিস্ফোরণ হয়।

ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছে কাশীপুর থানার পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার আহতদের কলকাতায় আনার সময় বাসন্তী হাইওয়েতে কাঁটাতলায় আটকে দেয় পুলিশ (Police)। নাকা তল্লাশির সময় পুলিশ দেখে ওই গাড়িতে কয়েকজন দগ্ধ ব্যক্তি রয়েছে। এরপরই বোমা ফেটে আহত হওয়ার খবরটি সামনে আসে।

bomb blast wb 2

প্রসঙ্গত, সেই ভোটের দিন ঘোষণার দিন থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। এমনকি ফলাফল বেরিয়ে যাওয়ার পরও সেই অশান্তি অব্যাহত। মঙ্গলবারই ভাঙড়ের কাঁঠালিয়ায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষে মৃত্যু হয় আরও তিনজনের। এরই মধ্যে ফের বিস্ফোরণ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর