বাংলায় ফের চিটফান্ড কাণ্ড! বিনিয়োগকারীদের ৪০০ কোটি টাকা মেরে পালানোর অভিযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার কলকাতার বুকে গজিয়ে ওঠা চিটফান্ড কান্ড নিয়ে শুরু হল বিতর্ক। বিনিয়োগকারীদের অভিযোগ, প্রতারণা করা হয়েছে ৪০০ কোটি টাকার। টাকা ম্যাচিওর হওয়ার সময় আসতেই সংস্থাটি ব্যবসা পত্র গুটিয়ে পালায়। ফলস্বরুপ এই ভুয়ো সংস্থায় টাকা রাখা প্রায় ৩০ হাজার মানুষের হয়েছে সর্বনাশ। ঘটনার মূল অভিযুক্ত লিজা মুখার্জিকে নাসিক থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে পাকড়াও করার জন্য SIT গঠন করেছিল পুলিস।

অভিযুক্ত লিজা মুখার্জির বাড়ি কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে। মঙ্গলবার ভোরে অপারেশন চালিয়ে নাসিক থেকে তাঁকে অ্যারেস্ট করেছে পুলিস। লিজার বিরুদ্ধে অভিযোগ যে পার্কসার্কাস ছাড়াও বেনিয়াপুকুর, এন্টালি, মৌলালি এলাকার প্রায় ৩০ হাজার মানুষকে বোকা বানিয়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।

   

ছক কষেই এগিয়েছিল লিজা। তার ভুয়ো সংস্থাটি মূল লক্ষ্য ছিল অর্ধশিক্ষিত, সমাজের পিছিয়ে পড়া বা খেটে খাওয়া জনগণ। তাদেরকে ভুল বুঝিয়ে টাকা রাখিয়ে বলা হয় যে এই টাকা ৩ বছরে দ্বিগুণ হয়ে যাবে এবং সেইসঙ্গে আরও নানান আকর্ষণীয় উপহার থাকবে। খাদ্য সামগ্রীর ব্যবসা ও এনজিও-তে টাকা খাটিয়ে তা দ্বিগুণ করে দেওয়ার লোভনীয় গল্প শুনিয়ে ফাঁদে ফেলছিলেন তাদের।

372880 9003e925 888d 4b7f a3a8 51bb39ae3c13

যে সমস্ত অঞ্চলের মানুষদের সাথে প্রতারণা হয়েছে সেই এলাকায় লিজার আরো নানা কারবার রয়েছে। নিজের চিট ফান্ডের জন্য অফিসও ছিল তার। সেই সঙ্গে রেস্টুরেন্ট, প্রাইভেট স্কুল, প্লে স্কুল, বিউটি পার্লার, ফ্যাশন এক্সেসারিজের ব্যবসাও চলতো তাঁর নামে! তার কাছে ঠকে যাওয়া বেশিরভাগ বিনিয়োগকারীর টাকা ম্যাচিওর করার দিন ছিল ১৫ এপ্রিল। সেদিনই স্বামীর সাথে নিরুদ্দেশ হয়ে পড়ে লিজা। তার স্বামীর খোঁজ এখনও চলছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর