বাংলাহান্ট ডেস্কঃ দিলীপ ঘোষ! নামটাই জড়িয়ে আছে নানান বিতর্কিত মন্তব্যে। একুশের নির্বাচনে তিনি প্রার্থী না হলেও সুকৌশলে সংবাদের শিরোনামে দিব্যি জায়গা করে নিয়েছেন। এবার টলিউড (Tollywood) তারকাদের উদ্দেশ্যে করা মন্তব্য ফের দিলীপ ঘোষকে শিরোনামে তুলে এনেছেন। তারকাদেরকে নিজেদের অভিনয়ের মধ্যে সীমাবন্ধ রাখার বার্তা রীতিমত চর্চিত বিষয় হয়ে উঠেছে।
চলতি বছরের মার্চে প্রকাশ পাওয়া ‘নিজেদের মতে, নিজেদের গান’ মিউজিক ভিডিও প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন মন্তব্য করেন, ‘ শিল্পীরা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়, রাজনীতি করতে আসবেন না, ওটা আমাদের উপর ছেড়ে দিন। না হলে রগড়ে দেব’। দিলীপ ঘোষের এই মন্তব্য ফের জন্ম দিয়েছে বিতর্কের। এমনকি তিনি ‘রগড়ে’ দেওয়া নিয়ে শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওরা জানে তিনি কেমন ভাবে রগড়ান’।
উল্লেখ্য, ‘নিজেদের মতে, নিজেদের গান’ এর মূল কথা হল ‘আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব’। এই গানের নেপথ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) , ঋদ্ধি সেন , ঋতব্রত মুখোপাধ্যায় , পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কৌশিক সেন (Koushik Sen) এবং আরও একঝাক টলিউড তারকা। নাম না করে তাঁদের উদ্দেশ্যে করা দিলীপের এদিনের মন্তব্য ফের জন্ম দিতে পারে সমালোচনর বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
এছাড়াও এদিন তিনি বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন যারা পুরষ্কার পান, তাঁদের কিছু না কিছু কৃতিত্ব থাকে, তবে এর পিছনে তিনি রাজনীতির ছোঁয়াও দেখছেন, এমনকি এই পুরষ্কার পাইকরি দরেও বিলি হয় বলে মন্তব্য করেন তিনি।