বাংলাহান্ট ডেস্কঃ ফের সংবাদের শিরোনামে তাজা হয়ে উঠলেন দিলীপ ঘোষ। বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। শীতলকুচির গুলি কাণ্ডের বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই ফের বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার সরাসরি রাজ্যের পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
সোমবার সুতিতে বিজেপি প্রার্থী কৌশিক দাসের (Koushik Das) সমর্থনে সভা করেন দিলীপ ঘোষ। সেখান থেকেই মুর্শিদাবাদের সুতি থানার ওসির উদ্দেশে তিনি বলেন, ‘ওসি আপনাদের এত সাহস কি করে হয়, একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ধমকাচ্ছেন। এসব করবেন না, ভুলেও ধমকানো-চমকানোর মত দুঃসাহস দেখাবেন না। মাথায় রাখবেন বাকি জীবন আমাদের পায়ের নিচে চাকরি করতে হবে। তখন কারও ধার ধরব না।’
দিলীপ ঘোষের এদিনের এই বিতর্কিত মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। সম্প্রতি কৌশিক দাসকে ধমকানোর অভিযোগ উঠেছিল সুতি থানার ওসি-র বিরুদ্ধে। এদিন তারই প্রেক্ষিতে দিলীপ ঘোষ এমন বেলাগাম মন্তব্য করে বসলেন বলে জানা যাচ্ছে। তাঁর এই বিতর্কিত মন্তব্য ফের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
উল্লেখ্য, শীতলকুচি (Sitalkuchi) কাণ্ডে রবিবার বরাহনগর জনসভা থেকে মুখ খুলে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিল দিলীপ ঘোষ। যা ঘিরে দিলীপ ঘোষ ব্যান করার দাবি জানিয়েছে শাসকদল তৃনমূল (TMC)। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এদিন রানাঘাটের জনসভা থেকে তাঁকে একহাত নেন। তদুপরি বিতর্ক দিলীপ ঘোষের পিছু ছাড়ছে না।