বাংলা হান্ট ডেস্কঃ নয়া দিল্লীঃ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU)য়ে হোস্টেলে ফিস বাড়ানোর জন্য ছাত্ররা বিক্ষোভ শুরু করেছে। ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাতে ছাত্ররা বসন্ত কুঞ্জ থানায় যাচ্ছিল, তখনই JNU ক্যাম্পাসের গেটে মোতায়েন সিআরপিএফ আর দিল্লী পুলিশের জওয়ানেরা থামিয়ে দেয়। এরপর ছাত্ররা ক্যাম্পাসের ভিতরেই বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেয়।
বিগত কয়েকদিন ধরে হোস্টেলের ফিস বাড়ানোর বিরুদ্ধে ছাত্ররা প্রদর্শন করে আসছে। ছাত্রদের প্রদর্শনের জন্য ক্যাম্পাসে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়। বিক্ষোভ প্রদর্শন করা ছাত্ররা অভিযোগ করে জানায় যে, ছাত্রদের আন্দোলন বন্ধ করানোর চেষ্টা চালানো হচ্ছে। যদিও প্রোক্টর জানান যে, আমরা সিআরপিএফ ডাকিনি। এই প্রদর্শনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও যুক্ত আছে। যদিও JNU প্রশাসন জানায়, ছাত্ররা যেই নিয়মের বিরুদ্ধে প্রদর্শন করছে, সেটা বিগত ১৪ বছর ধরে লাগু আছে।
JNU অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে লাগু করা নতুন হোস্টেল ম্যানুয়াল আর ফিস বাড়ানো নিয়ে ABVP এর পদাধিকার এবং সদস্যেরা কালা কাপড় বেঁধে প্রদর্শনে বসেছে। ছাত্র সংগঠনের দাবি হল, হোস্টেলের ম্যানুয়াল আর ফিস বৃদ্ধির সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে।
ছাত্ররা জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে যে, হোস্টেলে রাত ১১ টার পর থেকে আর বেরানো যাবেনা। স্টুডেন্টসদের ড্রেস কোডের আওতায় আনা হবে। এছাড়াও লাইব্রেরী এর সময়সীমা বেঁধে দেওয়া হবে। এছাড়াও ছাত্ররা অভিযোগ করে বলে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন হোস্টেল কর্মচারীদের বেতন ছাত্রদের কাছ থেকে নিতে চাইছে।