ফের দুর্নীতির ছায়া প্রাইমারি TET-এ! অডিও ক্লিপ পোস্ট করে বিস্ফোরক দাবি BJP নেতা তরুণজ্যোতি তিওয়ারির

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে কেটে গিয়েছে ৫ টি বছর। পশ্চিমবঙ্গে লম্বা সময় পর অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET)। এর মধ্যে বয়ে গেছে বহু ঝড়। গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। সমস্ত আইনি বাধাবিঘ্ন কাটিয়ে আবারও নেওয়া হল টেট পরীক্ষা। আবারও আশায় বুক বাঁধলেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। এখন প্রশ্ন উঠছে সবই কি বৃথা? আবারও কি সেই দুর্নীতিই (TET Scam) বাংলার ভবিষ্যৎ? তরুণ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি দাবি করছেন তেমনই।

এবারের টেট পরীক্ষা নিয়ে আশার কথা শুনিয়েছিল পর্ষদ। এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একাধিক বার সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন। নির্বিঘ্নে হয়েছে টেট পরীক্ষা। দুর্নীতির চিহ্ন মাত্র নেই। কিন্তু এত কিছুর পর আবারও দুর্নীতির কালো ছায়া পড়ে গেল টেট পরীক্ষার উপর। কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি অডিও ক্লিপ শেয়ার। যেখানে শোনা যাচ্ছে দুটি কণ্ঠস্বর। তার একটি কণ্ঠস্বর তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। সেই অডিও ক্লিপে স্পষ্ট শোনা যাচ্ছে টাকা পয়সা লেনদেনের কথা বলা হয়েছে প্রাইমারী টেটকে কেন্দ্র করে।

   

ওই অডিও ক্লিপের সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, ‘প্রাইমারি, আপার প্রাইমারি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সিনেমার প্রথম পার্ট আজকের রিলিজ করলাম। সিবিআই তদন্ত করছে কিন্তু এই মামলার ফাইলগুলো এখনও তাদেরকে কেন দেওয়া হয়নি তার উত্তর পুলিস মন্ত্রী দিক। পুরো রেকর্ড, সবকটা অডিও এবং বেশ কিছু ভিডিও কোর্টে জমা হবে আগামী সপ্তাহে। সম্পূর্ণ সিনেমা না হয় তখনই দেখবেন।’

এরপরই তরুণজ্যোতি দাবি করে লেখেন, ‘এই তথ্য যদি মিথ্যে হয় তাহলে তাপস সাহা কে অনুরোধ করবো আমার নামে মানহানির মামলা করতে।। কোর্টে দেখা তো এমনিতেই হবে। এসিবি উত্তর তৈরি রাখুক, কেন তাপস সাহা কে আজ পর্যন্ত অ্যারেস্ট করা হলো না।। কার অনুপ্রেরণা কাজ করেছে?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর