আবার আগুন কলকাতা মেট্রোয়, আতঙ্ক এলাকা জুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ  নতুন বছর শুরু হতে না হতেই কলকাতা মেট্রোয় অগ্নিকাণ্ডের ঘটনা ফের সামনে এল । শুক্রবার বিকেল ৪ টে ১৯ নাগাদ নেতাজী ভবন স্টেশন ছাড়ার পরই দমদমগামী মেট্রোর এসি রেক থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা । আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা  স্টেশনে ।ঘটনার পরই পরের স্টেশন রবীন্দ্র সদন স্টেশনে থামিয়ে দেওয়া হয় মেট্রোটি । সঙ্গে সঙ্গে ওই মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে খালি করে দেওয়া হয় মেট্রো । আগুনের জেরে ওই মেট্রো থাকা যাত্রীদের মধ্যে বিশাল আতঙ্কের সৃষ্টি হয় ।

Hyderabad metro rail 1200x900 1

সরস্বতী পুজোর রেশ এখন পুরো কাটেনি কলকাতা শহরে । উত্সবের মেজাজের মধ্যেই এমন ঘটনায়  স্বাভাবিকভাবে বিশৃঙ্খল পরিস্থিতর সৃষ্টি হয়েছে । রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোটি থামার পর  কামরার মধ্যে থাকা আগুন নেভানোর যন্ত্র দিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ডাউন ও আপ লাইনের মেট্রো পরিষেবা ।  মেট্রো কর্তৃপক্ষের দাবি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় মেট্রো  চলাচল।

অগ্নিকাণ্ডের জেরে সমস্যার মুখে পড়েন  শহরের যাত্রীরা । বারবার প্রশ্ন উঠছে কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে । মেট্রোর ভাড়া বৃদ্ধি করার পরও মেট্রোর নিরাপত্তা নিয়ে সংশয় মিটছে না যাত্রীদের । দৈনিক শ’য়ে শ’য়ে যাত্রীরা এই মেট্রোয় যাতায়েত করেন, সেখানে বারবার মেট্রোয় আগুন লাগার ঘটনায় প্রশ্নের মুখে মেট্রো রেল কর্তৃপক্ষ ।


সম্পর্কিত খবর