ফের রক্তাক্ত দিনহাটা! রাতের অন্ধকারে গুলি চললো তৃণমূল প্রার্থীর ভাইয়ের ওপর, কাঠগড়ায় BJP

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত দামামা! ফের সেই কোচবিহার, ফের চললো গুলি। মঙ্গলবার দিনহাটা (Dinhata) গিতলদহ ১ গ্রাম পঞ্চায়েতের ভোড়াম এলাকায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস কর্মী (Trinamool Congress)। পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলী খাতুনের ভাই শাহানুর হককে গুলি করার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির (BJP) দিকে।

ঠিক কী হয়েছিল? অভিযোগ, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ পঞ্চায়েতের প্রচার সেরে বাড়ি যাওয়ার সময় হঠাৎ তার উপরে চড়াও হয় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। যেই গুলি গিয়ে লাগে শাহানুরের পেটে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

   

আক্রান্ত ব্যক্তির নাম শাহিনুর হক। গুরুতর জখম শাহিনুরকে দিনহাটা প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বুঝে চিকিৎসকেরা তাঁকে তড়িঘড়ি কোচবিহারে নিয়ে যেতে বলেন। বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এই বিষয়ে রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় জানান, “শাহানুরের পেটে গুলি লেগেছে। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা দিনহাটায় তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের উপর হামলা চালাচ্ছে। প্রশাসনের কাছে আমরা দ্রুত পদক্ষেপের আবেদন জানাব।”

tmc bjp g

পার্থবাবুর আরও অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় বিএসএফের মদতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পার পেয়ে যাচ্ছে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এদিকে লাগাতার গোলা-গুলির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে কোচবিহারের সাধারণ মানুষ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর