রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিজন ভাঙচুর চালায় হাসপাতালে

 

বাবলু প্রামাণিক ,সোনারপুর

দক্ষিণ 24 পরগনা নরেন্দ্র পুর রোগীমৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা হাসপাতালে।অভিযোগ রোগীর পরিজনেরা ভাঙচুর চালায় হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয়েছে রোগীর।পরিস্থিতি সামাল দিতে নামানো হল র‍্যাফ।ঘটনাটি ঘটেছে, গড়িয়ার মহামায়াতলার হাসপাতালে জানা গিয়েছে, শুক্রবার সকালে জন্ডিস নিয়ে গড়িয়ার মহামায়াতলার হাসপাতালে ভর্তি হয় পান্না নস্কর নামে এক ব্যক্তি। সন্ধেয় তাঁর মৃত্যু হয়।পরিবারের অভিযোগ, চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছিল পান্না নস্করকে। তাঁদের আরও অভিযোগ, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল দেখে তারা তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেন। তাতেও ডিসচার্জ করতে চাইছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।যদিও সমস্ত ঘটনার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

IMG 20190831 WA0024 1

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জন্ডিস ভয়ংকর রূপ নেওয়ার পরই গড়িয়ার নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পান্না নস্কর। তাই হাজার চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় মৃত রোগীর পরিবারের তরফে নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পালটা নার্সিংহোম কর্তৃপক্ষও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে থানার মৃত পান্নালাল পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে এখনও কাউকেই গ্রেপ্তার করেনি নরেন্দ্রপুর থানার পুলিশ। নতুন করে আবার কোনও অশান্তি যাতে তৈরি না হয় তাই ওই নার্সিংহোম চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি আয়ত্বে আনার জন্য নামানো হয় র‍্যাফ সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল এলাকায় রয়েছে শোকের ছায়া।

সম্পর্কিত খবর