ভূস্বর্গ থেকে ফের পলায়নে বাধ্য হচ্ছে কাশ্মীরি পণ্ডিতরা, ফিরছে ৯০ দশকের ভয়াবহ স্মৃতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফিরছে প্রায় তিন দশক আগের সেই ভয়ঙ্কর দিন। আবারও কাশ্মীর (kashmir) ছেড়ে পালাতে হচ্ছে কাশ্মীরি পণ্ডিতদের (kashmiri pandit)। জঙ্গিদের হাতে মারা পরার ভয়ে ঘর ছেড়ে পালাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা। উস্কে উঠছে সেই ১৯৮৯ সালের মর্মান্তিক ঘটনার ইতিহাস।

আবারও শ্রীনগরে দাপট দেখা যাচ্ছে জঙ্গীদের। অত্যাচার চলছে কাশ্মীরি পণ্ডিতদের উপর। কিছুদিন আগেই মঙ্গলবার ইকবাল পার্কের কাছে জঙ্গীদের ছোড়া গুলিতে প্রাণ হারান ওষুধের দোকানের মালিক মাখনলাল বিন্দ্র। তারপর আবার সম্প্রতি শ্রীনগরের সঙ্গম ঈদগায় দু’‌জন স্কুল শিক্ষককে হত্যা করা জঙ্গিরা।

এই দুই ক্ষেত্রেই মৃতেরা কাশ্মীরি পণ্ডিত। এই ঘটনায় আতঙ্কিত হয়ে শুক্রবার বদগাওঁ জেলার শেখপুরা থেকে পালিয়ে যায় বেশ কয়েকটি হিন্দু পণ্ডিত পরিবার। আবার অনেক হিন্দু মানুষ সরকারি অফিস থেকে ছুটি নিয়েও প্রাণ ভয়ে কাশ্মীর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এই ঘটনায় নিন্দা প্রকাশ করে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-র নেতা ওমর আবদুল্লা ট্যুইটারে লেখেন, ‘শ্রীনগর থেকে আবারও ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে, প্রকাশে আসছে নিশানা করে খুনের বিষয়। ঈদগায় দু’জন স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছে। মৃতদের আত্মার শান্তি কামনা করি। এই ধরনের অমানবিক কাজের জন্য শুধুমাত্র ঘৃণা বা সমালোচনাই যথার্থ নয়’।

সম্পর্কিত খবর

X