আবারও মা হলেন সমীরা রেড্ডি। জন্ম দিলেন কন্যা সন্তানের

বাংলা হান্ট ডেস্ক: অন্তঃসত্ত্বা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘মেটারনিটি ফটোশ্যুট’-এর ছবি ছাড়ে সমীরা। সেই ফটো ভাইরাল ও হয়। সমীরা বলেন, এই সময়টা বেশ উপভোগ করছেন তিনি। কিছুদিন আগে সাধ খাওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রামে শ শেয়ার করেছিলেন তিনি।

এবার তিনি নিজের ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করে জানিয়ে দিলেন তার কন্যা সন্তানের জন্মের খবর।দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী । ১২ জুলাই, শুক্রবার সকালে মুম্বইয়ের বিমস্ মাল্টিস্পেশালিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সমীরা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন “আজ সকালে আমার জীবনে এসেছে আমার মেয়ে। আমার ছোট্ট পরী! সবার ভালবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।”

   

IMG 20190712 WA0210২০১৪ সালে ‘ভারদেঞ্চি’র মালিক অক্ষয় ভার্দের সঙ্গে বিয়ের পর ২০১৫ সালে প্রথম সন্তান হান্সের এর জন্ম দেন সমীরা। ২০১৯ এ এবার কন্যাসন্তানের জন্ম দেন সমীরা।

সম্পর্কিত খবর