বাংলা হান্ট ডেস্ক: মেট্রোতে আত্মহত্যা যেনো প্রতিনিয়ত ঝঞ্ঝাট হয়ে গেছে কলকাতা বাসীর কাছে। ফের এমনই এক ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবীন্দ্র সরোবর স্টেশন। শনিবার দুপুর ১১.৪৫ মিনিট নাগাদ ঘটে ঘটনাটি।
আজ দমদমগামী একটি মেট্রোর সামনে, বছর ৪৯-এর এক ব্যক্তি হঠাৎই ঝাঁপ দেন। ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই থার্ড লাইনে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। এরপর দীর্ঘ ৪৫ মিনিট ধরে চেষ্টা করে উদ্ধার করা হয় তাকে। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা, প্রায় এক ঘণ্টা ধরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সেই সময় মেট্রোতে থাকা যাত্রী অভিক বর্মন এর কথায় ‘এই সময় প্রতিদিন কলেজ যেতে হয়, মাঝেমধ্যেই এরকম দুর্ঘটনা ঘটায় অসুবিধায় পড়তে আমাদের মতনই যাত্রীদের’। অবশেষে দুপুর ১টার পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।