ওড়ার মুখে ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান, মৃত্যু ক্যাপ্টেনের

আরও একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে উঠল দেশ। ওড়ার মুখেই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ ( Mig-21 ) যুদ্ধবিমান ( Fighter Jet )। খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পাইলটের।

মধ্যভারতে আইএএফ-এর ( IAF ) একটি এয়ারবেসে যুদ্ধ প্রশিক্ষন চলছে। সেখানেই অংশ নিতে যাচ্ছিল মিগ-২১ বিমান। তবে ওড়ার মুখে আচমকা ভেঙে পড়ল যুদ্ধবিমানটি। ঘটনায় বায়ুসেনার তরফে টুইট করে শোক প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনায় মৃত গ্রুপ পাইলট এ গুপার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আইএএফের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ এখনও অবধি জানা যায়নি। বায়ুসেনার পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি বসানোর কথা জানানো হয়েছে।

IAF CON

উল্লেখ্য, দু’মাস আগে যান্ত্রিকত্রুটির কারনে আইএএফ এর একটি ফাইটার জেট ট্রেনিং চলাকালীন রাজস্থানের সুরাতগড়ের কাছে বিদ্ধস্থ হয়ে ছিল। তবে সে যাত্রায় পাইলট প্রাণ রক্ষা পেলেও এবার আর শেষ রক্ষা হয়নি।

২০১৯ সালে সংসদে দেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক ( Shripad Naik ) জানিয়েছিলেন, ২০১৬ সালের মধ্যে ভারতীয় বায়ুসেনার ২৭ টি এয়ারক্রাফট বিদ্ধস্থ হয়েছে, যার মধ্যে ছিল ১৫ টি ফাইটার জেট ও হেলিকপ্টার।

সম্পর্কিত খবর