এবার নবান্ন অভিযান 2.0! বিরাট কাণ্ড ঘটাতে চলেছে ছাত্র সমাজ, ঘুম উড়ল সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। গত ২৭ অগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে শুরু হয়েছে প্রতিবাদ। এদিকে ছাত্র সমাজের ডাকা আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে ধুন্ধুমার বাধে। আহত হন দু-পক্ষেরই বহুজন। এরপর এই ঘটনায় জল গড়ায় হাইকোর্টে। বিস্তর জলঘোলা হয়। এদিকে শোনা যাচ্ছে নবান্ন কর্মসূচিতে মানুষের স্বতস্ফূর্ত সাড়া দেখে ফের একবার ছাত্র সমাজ এক নয়া অভিযানের ডাক দিতে চলেছে।

এবার নবান্ন অভিযান 2.0?

শুক্রবার নবান্ন অভিযানে ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, আরজি করের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে। স্পষ্ট করেই তিনি বলেন অগস্টের পর সেপ্টেম্বরেও নয়া অভিযানে নামবেন তারা। আর পুজোর পর আরও ঝাঁঝ বাড়বে তাদের প্রতিবাদ কর্মসূচির।

সংবাদমাধ্যমের সামনে শুভঙ্কর বলেন, “পরিকল্পনা চলছে আমাদের। পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব। খুব শীঘ্রই সবটা সকলে জানতে পারবেন।” ২৭ অগস্ট ঘটনার দিন কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি, দু’টি জায়গা থেকে মিছিল বের করে ছাত্র সমাজ। সেই অভিযান ঘিরে দফায় দফায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ। নবান্ন অভিযানে পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও মিছিল, জমায়েত করা হয়েছে। যার জেরে অশান্তির সৃষ্টি হয়। এই যুক্তিতে ঘটনার দিন সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করে পুলিশ। পরে যদিও হাইকোর্টের নির্দেশে ছাড়া পান তিনি।

nabanna abhijan

আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর! পুজোর আগেই বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

গোটা ঘটনা প্রসঙ্গে এদিন শুভঙ্কর বলেন, “সেদিন যে আমরা কোনও অন্যায় করিনি তা আদালতের পর্যবেক্ষণেই স্পষ্ট। মানুষের স্বতস্ফূর্ত সমর্থনে আমরা আবার পথে নামব। সেপ্টেম্বরেও একই ধরনের অভিযান হবে।” তবে এবার শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের মানুষকে নিয়েও এই নবান্ন অভিযানের ইঙ্গিত দিয়েছেন শুভঙ্কর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর