শান্তিতে থাকতে দেবে না চিন! HMPV-র পর ঘুম ওড়াল নয়া ভাইরাস, মৃত্যু ৬০০ জনের

বাংলাহান্ট ডেস্ক : হিউম্যান মেটানিউমোভাইরাসের সংক্রমণ নিয়ে বছরের শুরুতেই চিন্তায় পড়েছে মানুষ। চিনে (China) প্রথম সংক্রমণের খবর পাওয়ার পর ভারতেও একাধিক কেসের হদিশ মিলেছে। একটা বিপদ আসতে না আসতেই ফের হাজির নয়া সমস্যা। খোঁজ মিলল ‘প্রাণঘাতী’ মাঙ্কিপক্সের নতুন স্ট্রেনের। আর এরও হদিশ পাওয়া গেল সেই চিনে (China)।

মাঙ্কিপক্সের নতুন স্ট্রেনের খোঁজ চিনে (China)

বৃহস্পতিবার চিনের (China) স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মাঙ্কিপক্সের নতুন রূপ ‘ক্লেড ১ বি’ ক্লাস্টারের খোঁজ মিলেছে। ও দেশের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, কঙ্গো ফেরত এক বিদেশি পর্যটকের শরীরে প্রথম এমপক্সের এই নতুন রূপ ক্লেড ১ বি এর খোঁজ পাওয়া যায়। তাঁর সংস্পর্শে আসা আরো চারজনের দেহেও এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।

Again new vurus strain found in china

ইতিমধ্যেই মৃত্যু ৬০০ জনের: যেমনটা জানা গিয়েছে, আক্রান্তদের প্রত্যেকেরই উপসর্গ হিসেবে সামান্য সর্দিকাশি রয়েছে, গায়ে ফুসকুড়িও দেখা গিয়েছে। তবে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ক্লেড ১ বি ক্লাস্টার, তার খোঁজ করছে চিনের (China) সিডিসি। উল্লেখ্য, ২০২৪ সালে মধ্য এবং পূর্ব আফ্রিকায় ক্লেড ১ ভাইরাসের প্রকোপ ব্যাপক হারে দেখা গিয়েছিল। কঙ্গোতে ইতিমধ্যেই ৬০০ র ও বেশি মৃত্যু হয়েছে মাঙ্কিপক্সের কারণে। সে সময় মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

আরো পড়ুন : “৮ ঘণ্টার বেশি…..”, দেশের যুব সমাজকে সতর্ক করলেন আদানি! বললেন, “নাহলেই পালাবে বউ”

জরুরি অবস্থা জারি হয় বিশ্বে: তার আগে ২০২২ এ গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এমপক্সের ক্লেড ২ রূপের কারণে। তবে তা ছিল তুলনামূলক ভাবে কম সংক্রামক। কিন্তু চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, ক্লেড ১ অনেক বেশি সংক্রামক। পাশাপাশি এতে মৃত্যুর ঝুঁকিও থাকছে বলে জানা গিয়েছে। ফলে এই ক্লেড ১ নিয়ে বাড়ছে চিন্তা।

আরো পড়ুন : হইহই কাণ্ড ‘নিম ফুলের’ সেটে, পর্দার মেয়ে-বউকে নিয়ে আইবুড়োভাত খেলেন ‘সৃজন’ রুবেল, হাজির ‘ধ্যাষ্টামো জেঠু’ও

উল্লেখ্য, এখনো পর্যন্ত এমপক্সের দু রকম রূপ চিহ্নিত করা গিয়েছে, ক্লেড ১ এবং ক্লেড ২। চিনে (China) যে ভাইরাসের খোঁজ মিলেছে সেটি হল ক্লেড ১ এর উপরূপ ক্লেড ১ বি এর। এর উপসর্গ কী কী? জানা গিয়েছে, এমপক্সের প্রথম ধাপে প্রচণ্ড জ্বর, ক্লান্তি, সঙ্গে শরীরে মারাত্মক ব্যথার লক্ষণ দেখা যায়। দ্বিতীয় ধাপে ত্বকে ব়্যাশ বেরোতে শুরু করে। তৃতীয় ধাপে এই ব়্যাশগুলি লাল ফোঁড়ার মতো আকার ধারণ করে। দ্রুত ছড়াতে শুরু করে শরীরের সব অংশে। এই ভাইরাসের সংক্রামক রূপ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর