আবারও বিতর্কে জড়ালেন সারেগামাপা সংগীত শিল্পী নোবেল, গান চুরির অভিযোগ আনা হল তাঁর বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় জনপ্রিয় টিভি রিয়েলিটি শো সারেগামাপা সংগীত শিল্পী হিসেবে নিজের জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে ফেলেছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে একের পর এক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। কখনও বিচারকদের সঙ্গে পর্দার আড়ালে বচসায় জড়িয়ে পড়তেও শোনা গিয়েছিল তবে বার বার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসছেন তিনি। কবিগুরুকে অসম্মানের পর এবার গায়ক নোবেলের বিরুদ্ধে উঠে এল গান চুরির অভিযোগ।

তাঁর বিরুদ্ধে গান চুরির অভিযোগ এনেছেন অ্যাবাউট ডার্ক এর ভোকালিস্ট নাসির উল্লাহ। জানা গিয়েছে ওই ব্র্যান্ডের সঙ্গে আগে যুক্ত ছিলেন নোবেল। কিছুদিন আগে দেশ নামের একটি গান আপলোড করা হয় যেটি নিজের কথা ও সুর বলে দাবি করেছেন নোবেল কিন্তু এই গানটির সুর ও কথা মিলে গিয়েছে অ্যাবাউট ডার্ক এর গান তুমি র সঙ্গে।এমনটাই অভিযোগ তুলেছেন অ্যাবাউট ডাকের ভোকালিস্ট নাসির উল্লাহ। দুটি গানের লিংক তিনি শেয়ার করেছেন যদিও পরে পেজ থেকে এই গানটি মুছে ফেলেন নোবেল।Nobel insert

এই ব্যান্ডের এক সদস্য জানিয়েছেন এই গানটি 2005 সাল নাগাদ নাসির উল্লাহ লিখেছিলেন, তাতে মাত্র দু লাইন যোগ করেছিলেন নোবেল। কিন্তু ব্যান্ডের সঙ্গে ঝামেলার পর যখন তাঁকে দল থেকে বার করে দেওয়া হয় সেই গানকে নতুন করে তৈরি করে তাঁরা। এর আগে নাকি নোবেল এই গানটি চুরি করেছিলেন বলে অভিযোগ জানিয়েছেন তবে, ব্যান্ডের কতগুলি বাদ্যযন্ত্র চুরির অভিযোগ উঠেছিল নোবেলের বিরুদ্ধে আর তার পরেই তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়।Nobel insert1

রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীত রূপক অর্থে অনেক কিছু বুঝিয়ে দেয় ঠিকই, কিন্তু প্রিন্স মাহমুদের এই গান তার চেয়ে অনেক বেশী করে বাংলাদেশের মানুষের আবেগকে তুলে ধরে। একটি টেলিভিশন শো-এর সাক্ষাতকারে এমনই মন্তব্য করে বসলেন নোবেল।তবে এই মত তার একান্ত ব্যাক্তিগত তাও স্পষ্ট করে বললেন।তাঁর এই মন্তব্যের বিরোধিতাও অনেকে করতে পারেন বলেও সাক্ষাতকারে জানান নোবেল।

সম্পর্কিত খবর