তলবে গরহাজির, সিবিআইয়ের কাছে ইমেলে সময় চাইলেন রাজীব কুমার

শনিবার সকাল দশটার সময় হাজিরার কথা ছিল, অথচ সময় পেরিয়ে গেলেও দেখা নেই রাজীব কুমারের৷ সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকরা রাজীব কুমারের অপেক্ষায় ছিলেন৷ ছুটিতে আছেন তাই কদিন বাইরে রয়েছেন শুক্রবার রাজীবের পরিবারের সদস্যদের তরফে এমনটাই বলা হয়েছিল৷ কিন্তু হাজিরা না দিয়ে রাজীব কুমার কোথায় গেলেন? সিবিআই অফিসারদের মনে প্রশ্ন ঘোরাফেরা করছিল৷ ঠিক তখনই ই মেলের মাধ্যমে সিবিআই আধিকারিকদের কাছ থেকে এক মাস সময় চেয়ে ই মেল করলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার৷ স্ত্রীর শরীর অসুস্থতার কারণ দর্শিয়ে এই এক মাস সময় চেয়েছেন তিনি৷

শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজীব কুমারের গ্রেফতারির স্থগিতাদেশ তুলে নেওয়ার পর সিবিআই আধিকারিকদের তাঁকে গ্রেফতারিতে আর কোনও বাধা নেই৷ তাই রাজীব কুমারের ওপর নজরদারি চালাচ্ছে সিবিআই৷ শুক্রবার উচ্চ আদালতের রায় ঘোষণা করার পর সিবিআই তরফে সারদা কেলেঙ্কারির তথ্য জানার জন্য এবং তদন্তে সহযোগিতা করার জন্য রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই৷ আসলে রাজীব কুমারের মতো একজন আইপিএস অফিসারের গ্রেফতারিতে এত তাও তাড়াহুড়ো করতে নারাজ সিবিআই আধিকারিকরা, কিন্তু শনিবার আবারও গরহাজির৷ তাই মনে করা হচ্ছে আবারও দ্বিতীয় বারের জন্য নোটিস পাঠাতে চলেছে সিবিআই৷

ইতিমধ্যেই শনিবার রাজীব কুমারের আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন সিবিআইয়ের অফিসাররা৷ শনিবার রাজীব কুমারের 10 টার সময় সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর কথা ছিল কিন্তু তিনি হাজির হন নেই উল্টে ছয় ঘণ্টা পর ই মেইলের মাধ্যমে উপস্থিত না থাকতে পারার কথা জানিয়েছেন৷ আগেই সিবিআই তরফে বলা হয়েছিল তদন্তে সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতার করা হতে পারে, তাই মনে করা হচ্ছে এবার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন সিবিআই আধিকারিকরা৷


সম্পর্কিত খবর