বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আগত করোনা ভাইরাস একের পর এক প্রাণ কেড়েছে বহু মানুষের। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ।আড়াই মাস টানা লকডাউন পর্ব চলার পর গত 8 জুন থেকে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ও মানুষের রুটি-রোজগারের পথ ঠিক করে দেওয়ার জন্য আনলক প্রক্রিয়া শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এত দিন কেটে গেলেও মানুষের অসচেতনতার কারনেই কিছুতেই দমানো যাচ্ছেনা নভেল করোনা ভাইরাস কে।এখনো পর্যন্ত একাধিকবার মমতা ব্যানার্জির সদরদপ্তর অর্থাৎ নবান্নে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন।
আজ ফের নবান্নে 2 জনের করণা পজিটিভ হয়েছে বলে জানা গিয়েছে। নবান্নের দুই গাড়িচালকের ধরা পড়েছে করোনা পজিটিভ। দুজনেই আজ ডিউটিতেও এসেছিলেন নবান্নে। কয়েকদিন আগে একটি ল্যাবে তাদের করোনা পরীক্ষা করা হয়েছিল আজ সেখান থেকেই তাদের ফোন করে জানানো হয় তারা দুজনেই করোনা পজিটিভ।
অথচ তাদের মধ্যে এখনো পর্যন্ত রোগের কোনও উপসর্গ দেখা যায়নি ফলে তারা ডিউটিতে আসা বন্ধ করেননি। ওই দুইজন করোনা পজিটিভের মধ্যে একজন হলেন যুগ্ম সচিব পদমর্যাদার অফিসারের গাড়িচালক অন্যজন হলেন নবান্নে কর্মরত পুলিশ কর্তার গাড়িচালক।