আবারও পিছিয়ে গেল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়

বাংলা হান্ট ডেস্ক : 30 সেপ্টেম্বর নয় প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হল৷ যদিও এই প্রথমবার নয় এর আগেও আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল৷ তবে চলতি সেপ্টেম্বর মাস আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণের ডেডলাইন হিসেবে ধরা হয়েছিল কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে এখনও ও বেশ কিছু গ্রাহকের আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণ বাকি রয়েছে তাই তাঁদের জন্য সময় দিতেই আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হল৷ অর্থাত্ এবার আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময় সীমা বাড়িয়ে করা হল 31 ডিসেম্বর 2019৷ Aadhar Card Linking PAN Exemption 4

এর আগেও বহুবার প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছিল কিন্তু এবার আবারও তিন মাস বাড়িয়ে দেওয়া হলেও তবে এই দিন বদলের কারণ এখনও অবধি ব্যাখ্যা করা হয়নি বলে জানাল অর্থ মন্ত্রক৷ এমনটাই জানিয়েছেন খ্যাতনামা চাটার্ড অ্যাকাউন্টেন্ট নবীন ওয়াধা৷ প্যান কার্ড নিয়ে সমস্ত দুর্নীতি রুখতে এবং গ্রাহকের প্রমাণপত্র হিসেবে যেহেতু প্যান ও আধার দুটোই খুব প্রয়োজন তাই প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছিল আয়কর দফতর৷

এমনকী ঘোষণা হয়েছিল 30 সেপ্টেম্বরের মধ্যে যদি কেউ প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ না করেন সে ক্ষেত্রে তাঁর প্যান কার্ড বাতিল হয়ে যাবে৷ তবে শুধুমাত্র প্যান কার্ড বাতিল হওয়াই নয় আয়কর দেওয়া ব্যক্তিরা আর আয়কর জমা দিতে পারবেন না পাশাপাশি ইনকাম ট্যাক্স ফাইলিং করতে অসমর্থ হবেন৷ কিন্তু হিসেবে নিরিখে দেখা গেছে অনেকেই এখনও অবধি কাজের জন্য অনেকেই প্যান কার্ডে এখনও অবধি আধার সংযুক্তিকরণ করে উঠতে পারেননি

সম্পর্কিত খবর