সীমান্তে ফের বাংলাদেশের দাদাগিরি! এবার BSF-এর কাজে দেওয়া হল বাধা, তারপরে যা ঘটল….

বাংলাহান্ট ডেস্ক : ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্তে যে জায়গাগুলিতে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বিএসএফ বেড়া দিতে গেলেই বাগড়া দেওয়ার অভিযোগ উঠছে বাংলাদেশ (India-Bangladesh) বর্ডার গার্ড ওরফে বিজিবির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বালুরঘাটে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। কিন্তু শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে।

ভারত বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে কাঁটাতার দিতে বাধা

বিগত কিছু মাসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে একাধিক বার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ভুলকিপুরে। সূত্রের খবর, বৃহস্পতিবার সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়া হয় বিজিবির তরফে।

Again problem arised in india-bangladesh border

আলোচনা চলছে বিএসএফ বিজিবির: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ এবং জেলা পুলিশ প্রশাসন। সীমান্ত এলাকায় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার জন্য কাউকে সীমান্তের কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের (India-Bangladesh) পরিস্থিতির মাঝে সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। উপরন্তু সীমান্তে যেখানে নিরাপত্তা নেই, সেখানে বিএসএফ এর তরফে বাড়তি নজরদারি রাখা হয়। বিএসএফ এবং বিজিবির মধ্যে এ বিষয়ে কথাবার্তাও চলছে বলে খবর।

আরো পড়ুন : জলসাকে কড়া টক্কর, ৩ টি নতুন সিরিয়ালের পর আরো এক মেগার আমদানি জি বাংলার! প্রকাশ্যে টাইম স্লট

ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত প্রধান: ওই ঘটনার পর অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মণ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁকে স্পষ্ট বলা হয়েছিল, ভারত (India-Bangladesh) আশা করে যে বাংলাদেশের প্রাক্তন সরকারের সময় যে বিষয়গুলি নিয়ে একমত হয়েছিল সেগুলি বজায় থাকবে।

আরো পড়ুন : ভারতে মিলছেনা পাত্তা! অবৈধ পথে এবার এই দেশগুলিতে ঢোকার মরিয়া চেষ্টা বাংলাদেশিদের

সীমান্তে নিরাপত্তার বিষয়ে ভারত (India-Bangladesh) দুই দেশের সরকার, সীমান্ত নিরাপত্তা বাহিনী, বিজিবির মধ্যে সমস্ত প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করেছে। আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালানের মতো চ্যালেঞ্জগুলিকে কার্যকরভাবে মোকাবিলা করে সীমান্ত অপরাধ মুক্ত করা নিশ্চিত করেছে। পাশাপাশি নিরাপত্তার জন্য সীমান্তে আলোর ব্যবস্থা, কাঁটাতারের বেড়া দেওয়ার মতো ব্যবস্থাও করেছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর