অগ্নিগর্ভ ময়না! শুভেন্দুর সভা শেষ হতেই দুই BJP কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর, অভিযোগের তির TMC-র দিকে

বাংলা হান্ট ডেস্ক : ফের উত্তপ্ত ময়না। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এখানে সভা করে যাওয়ার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এই সভা শেষে বাড়ি ফেরার সময়ে দুই বিজেপি (Bharatiya Janata Party) কর্মী ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনা নিয়ে ময়না জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। বিজেপি এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে মনে করছে। তাই আরও উত্তেজনা বেড়েছে। বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া মৃত্যুর সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। তার মধ্যেই এই ঘটনা পৃথক মাত্রা যোগ করেছে।

   

suvendu

কী ঘটেছে এদিন? স্থানীয় সূত্রে খবর, দলের জেলা বুথ সভাপতির মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিলে সামিল হন বিজেপি নেতা–কর্মীরা। এই ধিক্কার মিছিলে হাঁটেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়ক অশোক দিন্দা–সহ বিজেপি নেতৃত্ব। এছাড়া বহু কর্মী–সমর্থক এই মিছিলে অংশ নেন। কিন্তু শুভেন্দু অধিকারী সভা শেষ করে চলে যাওয়ার পর বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মীরা। তখন রাস্তায় দু’জন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি। তাই আজ, শুক্রবার সেখানে সভা–সমাবেশ করার কথা রয়েছে।

এরপর কী হল?‌ বিজেপি সূত্রে খবর, তাঁদের বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ। যদিও ঘটনার তেমন প্রত্যক্ষদর্শী মেলেনি। তারপর রক্তাক্ত অবস্থায় আহত দুই বিজেপি কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই খবর পেয়ে হাজির হয় এলাকার বিজেপি নেতৃত্ব। এই ঘটনা নিয়ে ময়না থানার এক পুলিস আধিকারিক বলেন, ‘‌এমন কোনও অভিযোগ জমা পড়েনি। তাই ঘটনাটি আমাদের জানা নেই। বিষয়টি খোঁজ করে দেখছি।’‌

বিজেপি–তৃণমূল তর্জা?‌ এই ঘটনা সরব হয়েছে জেলা বিজেপির নেতারা। তমলুক সংগঠনিক জেলার বিজেপি সহ–সভাপতি আশিস মণ্ডল বলেন, ‘‌তৃণমূল দুকৃতীরা আবারও সমহিমায় হামলা চালিয়েছে। বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার সিবিআই তদন্তের দাবি উঠেছে। তাই কয়েক হাজার মানুষ শুভেন্দু অধিকারীর মিছিলে পা মিলিয়েছিল। আমাদের দু’জন কার্যকর্তাকে ১৫ জন তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে। তাদেরকে মাথায় আঘাত করে এবং পা ভেঙে দেয়। পুলিস কবে সক্রিয় হবে আমরা বুঝতে পারছি না।’‌ পাল্টা ময়নার স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা বলেন, ‘‌বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন নাটক শুরু করেছে। একের পর এক নাটক দেখছি আমরা। আশা করি আরও নাটক দেখব।’‌

Avatar
Sudipto

সম্পর্কিত খবর