ফের রেল দুর্ঘটনা ময়নাগুড়িতে! আবার লাইনচ্যুত বিকানের এক্সপ্রেসের ইঞ্জিন

বাংলা হান্ট ডেস্কঃ  এই মাসের ১৩ তারিখে ময়নাগুড়িতে ঘটে গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গিয়েছিল গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। পাটনার দিকে যাওয়ার সময় ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় ৯ জন যাত্রী মারা গিয়েছিলেন।  ঝাঁকুনি অনুভব করে হঠাৎ ব্রেক কষতেই ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। উলটে যায় ট্রেনের বগি। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। নিজের অভিজ্ঞতার কথা এমনভাবেই জানান বিকানের এক্সপ্রেসের লোকো পাইল প্রদীপ কুমার।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। পাটনার দিকে যাওয়ার সময় ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় ৯ জনের মৃতের খবর পাওয়া গিয়েছে।

এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার বিকানের এক্সপ্রেস। গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের ইঞ্জিন শিলিগুড়ি জংশনের কাছে গিয়ে ফের লাইনচ্যুত হয়ে পড়ে। যদিও, এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে পরপর দুবার একই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে যে, অন্য একটি ইঞ্জিন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিনটিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই সময় ঘটে যায় এই দুর্ঘটনা। বারংবার একই ইঞ্জিনের সঙ্গে দুর্ঘটনা ঘটায় সেই ইঞ্জিনের গুণগত মান নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। আপাতত রেল আধিকারিকরা এই ঘটনার তদন্ত করছেন বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর