ফের অশান্ত রিষড়া! পুলিসি নির্যাতনের প্রতিবাদে পথে নামলেন মহিলারা

বাংলা হান্ট ডেস্ক : ফের অশান্ত রিষড়া (Rishra Violence)। সারা রাত ধরে ঝামেলার পর মঙ্গলবার সকালেও থমথমে পরিবেশ এলাকা জুড়ে। সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিস। মৈত্রীপথ সন্ধ্যা বাজার বড় মসজিদ এলাকায় বিরাট জমায়েত হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখচ্ছেন মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পুলিস।

প্রসঙ্গত, হুগলির রিষড়ায় উত্তপ্ত পরিস্থিতি ছিল কিছুদিন আগেও। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে সাধারণ মানুষের আতঙ্ক কাটেনি। স্থানীয়দের দাবি, রাতভর এলাকায় টহল দেয় পুলিস। অভিযুক্তদের ধরপাকড় চলছে প্রায় রোজই। সারা রাত উৎকণ্ঠায় ঘুমতে পারেন না এলাকাবাসী। এই বুঝি দরজায় কড়া নাড়ল কেউ। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধ্যা বাজার বড় মসজিদ এলাকায়।

rishra

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিস নিরাপরাধীদেরও মারধর করছে। বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। রাতভর ধরপাকড় চলে এলাকায়। ভয়ে কেউ ঘুমোতে পারছে না। সারাদিন আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। পুলিসি নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছেন মহিলারা। সেই সঙ্গে ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিও তোলা হয়।

মৈত্রী পথের কাছে আজ সকাল থেকেই বড় জমায়েত ছিল। তুমুল বিক্ষোভ করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় বিরাট পুলিসবাহিনী। রিষড়া এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিসবাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় ঘন ঘন টহল দিচ্ছে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে চন্দননগর পুলিস, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিসকেও সজাগ থাকতে বলা হয়েছে।

রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে বলেন। প্রায় ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়। জিটি রোড অবরোধের জেরে যানজট তৈরি হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।


Sudipto

সম্পর্কিত খবর